অভাবের সংসার, একা ফেলে পালিয়ে গিয়েছিলেন বউ, সেই আজ লটারিতে কোটিপতি

নিজস্ব প্রতিবেদন : ইদানিংকালে লটারিতে (Dear Lottery) কোটি টাকা জিতে কোটিপতি হচ্ছেন এমন অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে। মূলত তারা প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসার কারণেই এই খোঁজ মিলছে। লটারিতে টাকা জিতে কোটিপতি হওয়া মানুষগুলির মধ্যে সম্প্রতি এমন এক যুবকের খোঁজ পাওয়া গিয়েছে যার জীবন কাহিনী হৃদয়স্পর্শী।

হৃদয়স্পর্শী জীবন কাহিনী নিয়ে কোটিপতি হওয়া ওই যুবক হলেন লক্ষ্মীপুরের চন্দ্র মোহনটোলার বাসিন্দা সঞ্জিত মণ্ডল। এক সময় তার সংসারে ছিল নিত্যদিনের অভাব। অভাবের তাড়নায় দৈনন্দিন জীবনে নিত্য যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে ওঠা তার স্ত্রী সংসার ত্যাগ করেই চলে যান। তবে শেষমেষ ওই যুবক লটারিতে বদলে ফেললেন তার ভাগ্য।

সঞ্জিত মন্ডল হলেন মালদার বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর মোহনটোলার বাসিন্দা। বিভিন্ন কারণে তাদের বৈবাহিক জীবনে হামেশাই অশান্তি লেগে থাকত। সেই অশান্তির জেরে শেষমেশ তার স্ত্রী সাত বছরের বৈবাহিক সম্পর্ক শেষ করে অন্যত্র চলে যান। দীর্ঘ ছয় বছর আগে দুজনের মধ্যে আইনসম্মত ভাবে বিচ্ছেদ হওয়ার পর বর্তমানে ছোট একটি হোটেল চালিয়ে সংসার চালাচ্ছিলেন সঞ্জিত।

এরই মধ্যে রবিবার তিনি ৩০ টাকায় একটি লটারির সিরিজ কেনেন। সেই লটারি খেলার রেজাল্ট বের হতেই দেখা যায় কেল্লাফতে। রেজাল্ট বেরোনোর পর যখন দেখা যায় তার কাটা টিকিটে কোটি টাকা উঠে এসেছে সেই সময় তিনি তা বিশ্বাস করতে পারেননি। তবে যখন জানতে পারেন হ্যাঁ সত্যিই তিনি কোটি টাকা জিতেছেন তখন আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

সঞ্জিত মন্ডল জানিয়েছেন, মাঝে মাঝেই তিনি টিকিট কাটতেন এবং রবিবার ৩০ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। সেই টিকিটের ফলাফল বের হয় বিকাল বেলায় আর তারপরেই তিনি দেখতে পান তাতে প্রথম পুরস্কার হিসেবে কোটি টাকা উঠে এসেছে। এই টাকা জেতার পর তিনি পুলিশকে ফোন করে জানান এবং পুলিশ তাকে বাড়ি থেকে থানায় নিয়ে আসেন। তিনি ওই টাকা দিয়ে বাড়ি বানানোর পাশাপাশি নতুন করে বিয়ে করার স্বপ্ন দেখছেন।