মরণোত্তর মহাবীর চক্র পেলেন গালওয়ানের নায়ক সন্তোষ বাবু, গর্বিত রাজেশের পরিবার

নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় চিনের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। শহীদদের তালিকায় ছিলেন বীরভূমের বীর পুত্র রাজেশ ওরাং, ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবু সহ আরও ১৮ জন। নিজেদের বীরত্ব প্রদর্শন করে চিন সেনাকে আটকে যাওয়ার জন্য সন্তোষ বাবু পেলেন মরণোত্তর মহাবীর চক্র। পাশাপাশি আরও ৫ জন পেয়েছেন বীর চক্র। বীর চক্র পুরস্কারের মধ্যে চারজন পেলেন মরণোত্তর।

যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের তরফ থেকে যে সকল বীরত্বের পুরস্কার দেওয়া হয় তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারটি হল মহাবীর চক্র। আর এই পুরস্কারটিই এবার তুলে দেওয়া হল কর্নেল বি সন্তোষ বাবুকে। ১৫ জুন লাদাখের গালওয়ানে যেভাবে ভারতীয় সেনারা বীরত্ব দেখিয়েছেন তাকে সর্বকালের প্রশংসনীয় করে রাখতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

অন্যদিকে যারা বীর চক্র পেয়েছেন তারা হলেন নায়েব সুবেদার নুদুরাম সোরেন, হাভিলদার কে পালানি, হাভিলদার তেজিন্দার সিং, নায়েক দীপক সিং ও সিপাই গুরতেজ সিং।

মরণোত্তর সন্তোষ বাবুকে যে সম্মান পত্র দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে, “নিজের স্বার্থের আগে দেশের স্বার্থ দেখে তিনি আটকে দিয়েছিলেন শত্রুপক্ষকে। প্রতিকূল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে লড়াই করে শত্রুকে প্রতিহত করেছেন সন্তোষ বাবু এবং তার সেনারা। মা’রাত্মক চোট পেয়ে সামনে থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন তারা।”

আর এই পুরস্কার প্রাপ্তির পরিপ্রেক্ষিতে রাজেশ ওরাংয়ের বোন শকুন্তলা ওরাং জানিয়েছেন, “আমরা খুব গর্বিত যে দাদার সেনাবাহিনী টিম আজ ভারত সরকারের দ্বারা পুরস্কারে পুরস্কৃত হলো। তবে দাদা যদি বেঁচে থাকতেন তাহলে তিনি দেখতে পেতেন এই পুরস্কার প্রাপ্তি। সেই জায়গায় কিছুটা হলেও মন খারাপ করছে। তবে আমরা দাদা এবং দাদার টিমের জন্য গর্বিত।”