চারদিকে শুধু বরফ আর বরফ। বরফের মাঝে বরফের দেশের বিভিন্ন জীবজন্তু, যানবাহন ইত্যাদি। আর এসবের মাঝেই বাগদেবী সরস্বতীর আরাধনা। তবে এমন দৃশ্য কোন বরফের দেশে নয়, বরং এমন দৃশ্য দেখা গেল বীরভূমে। বীরভূমের বুকে বরফের দেশকেই যেন তুলে নিয়ে এসে বাগদেবীর আরাধনা করা হয়। এমন দৃশ্য দেখে পুজো মন্ডপে আসা দর্শনার্থীরা রীতিমতো অবাক। এমন দৃশ্য দেখে তারা একেবারে আপ্লুত।
চলতি বছর ঠান্ডার নিরিখে বীরভূম রাজ্যে দ্বিতীয় স্থানে ছিল বরাবর। আর এই বিষয়টিকে মাথায় রেখেই রজতজয়ন্তী উপলক্ষে কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরের সন্নিকটে থাকা সোনালী সংঘ বরফের দেশ নামে অভিনব থিমকে বেছে নেয়। পরিকল্পনা অনুযায়ী থিম বাস্তবায়িত করা এবং পূজোর জন্য তারা এই বছর পাঁচ লক্ষ টাকা বাজেট রেখেছে।
আরও পড়ুনঃ SSC দুর্নীতি! সরস্বতী পুজোর থিমে এবার সিউড়িতে নজর কাড়ল বিজেপি
মন্ডপটি যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাতে একেবারে আলাদা অনুভূতি পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন দর্শনার্থীরা। এখানকার সরস্বতী পূজোয় প্রতিবছর অভিনব বিভিন্ন ধরনের থিম লক্ষ্য করা যায়। সেই মতো এই বছরের যে থিম অর্থাৎ বরফের দেশ থিমটি বিশেষভাবে নজর কাড়ে এলাকার মানুষদের কাছে। দূর দূরান্ত থেকে অনেকেই এই পুজো এবং থিম দেখতে আসেন।
