‘লোকসভায় ৩টে সিট পাবে বিজেপি’, সৌমিত্রর ফাঁস হওয়া অডিও ক্লিপে জল্পনা

নিজস্ব প্রতিবেদন : বিজেপির (BJP) অন্দরেই যে কোন্দলের সূচনা ঘটেছে তা একের পর এক প্রকাশ্যে আসছে। তথাগত রায়ের বিস্ফোরক টুইট পূর্বেই বিজেপির মধ্যে জল্পনার সূত্রপাত করেছিল। ফের সৌমিত্র খাঁর (Soumitra Khan) একটি অডিও ক্লিপ (Audio Clip) (অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি BanglaXp) যেন সেই জল্পনাকে আরও উসকে দিল।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সাথে সৌমিত্র খাঁর পূর্ব বিরোধ জনগণের অজানা নয়। এই অডিওতে দিলীপ ঘোষকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শোনা গিয়েছে।

ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে বিজেপি সাংসদকে নিজের দলের নেতাদের সম্পর্কে একাধিক অপ্রীতিকর ও বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে। আগামী আগত লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বিজেপির আসন প্রাপ্তি নিয়েও সংশয় প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের জয়লাভের রাস্তাও যে খুব একটা সুগম নয় তাও বলতে শোনা গিয়েছে তাঁকে। তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে এনেছেন অডিওটিতে।

যেখানে বলতে শোনা গিয়েছে, ‘পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে একটি আসনও শুভেন্দু অধিকারীর ভাগ্যে জুটবে না।’ অডিওটিতে একাধিক বিজেপি সাংসদকে নিয়ে তাঁকে নানারকম আক্রমণ করতে শোনা যায়, যা নিতে বর্তমান রাজ্য রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে।

উক্ত অডিওটিতে সৌমিত্র খাঁকে বলতে শোনা গিয়েছে, ‘বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগ করে দিচ্ছে। এভাবে হয় নাকি! রাজবংশী, আদিবাসী হাবিজাবি করছে। তোমরা যাঁরা নেতৃত্ব দিচ্ছে তাঁরা সারাজীবন রাস্তায় থাকবে। এটা হয় বাংলায়?’

বিজেপি সম্পর্কে এমন মন্তব্য যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে জনগণের ওপর তা নিয়ে বিজেপিতে চরম অস্বস্তির সূত্রপাত ঘটেছে।

ভাইরাল ক্লিপটিতে সরাসরি তিনি দিলীপ ঘোষকে বিদ্ধ করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ও বড়ো বড়ো কথা বলছে, নিজের ওয়ার্ডে হেরে বসে আছে।’ তিনি কাউকে ছেড়ে কথা বলেন নি। নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে আগেভাগেই তিনি বলে দিয়েছেন, ‘নিজের কেন্দ্রেই উনি ৫০ হাজার ভোটে পরাজিত হবেন।’

সাংসদের মতানুযায়ী, কেবলমাত্র দার্জিলিং ও উত্তরবঙ্গের ক্ষেত্রে দু’একটি লোকসভায় আসন ব্যতীত বিজেপির ক্ষেত্রে জেতার আশা শূন্য। তিনি যেন ভবিষ্যতদ্রষ্টার মতো বিজেপির ভবিষ্যত নির্ধারণ করে দিয়েছেন একের পর এক মন্তব্যের দ্বারা।

ভিডিও ভাইরালের পর থেকে বিজেপির সমস্ত নেতারাই মুখে কুলুপ এঁটেছেন। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অডিওটি পুরোনো দিনের বলে দাবি করেছেন। সেই সঙ্গে আদৌ গলাটি সৌমিত্র খাঁর নাকি তা নিয়েও যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁর তরফ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিওটি যে বিজেপির অন্দরমহলে আলোড়ন ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।