Post Office Savings Scheme: দরকারে তোলা যাবে ৫০ টাকাও! গরিবদের কথা ভেবে দুর্দান্ত স্কিম আনল Post Office

Savings Schemes of Post Office can give you more benefits: জীবনে সঞ্চয় করা সত্যি খুব প্রয়োজনীয়। যারা সঞ্চয় করতে ভালোবাসেন তারা নানা ধরনের বিকল্পের কথা জানেন। কিন্তু ব্যাঙ্কের FD-র সাথে সাথে পোস্ট অফিস সেভিংস স্কিমগুলিও (Post Office Savings Scheme) বিনিয়োগকারীদের খুব পছন্দের। আপনি কি অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসের এই স্কিমের মত আর পাবেন না। এটি একটি বিশ্বাসযোগ্য মাধ্যম এবং মানুষ চোখ বন্ধ করে এর উপর ভরসা করতে পারে। এতে রিটার্ন ভালো পাওয়া যায়। পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক ৪ শতাংশ হারে সুদ পান। যে কোনও পোস্ট অফিসে গিয়ে একক বা যৌথ ভাবে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

এই স্কিম সম্পর্কে আপনি পোস্ট অফিসের ওয়েবসাইটে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। মাত্র ৫০০ টাকা দিয়ে পোস্ট অফিসে (Post Office Savings Scheme) সেভিংস অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আজকাল অবশ্যই নমিনির প্রয়োজন। এছাড়া এইধরনের অ্যাকাউন্টের একটা বিশেষত্ব আছে, এই অ্যাকাউন্টে সর্বোচ্চ পরিমাণ টাকা জমা দেওয়ার কোনও সীমা নেই। কোনও ব্যক্তি যত খুশি পরিমাণ অর্থ এই অ্যাকাউন্টে রাখতে পারেন।

প্রত্যেক মাসের ১০ তারিখে অ্যাকাউন্টের সুদ এবং মাসের শেষ তারিখ হিসাবে অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্সের ভিত্তিতে হিসাব করা হয়। এই স্কিমের সুদের হার প্রতি আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে জমা হয়। পোস্ট অফিসের (Post Office Savings Scheme) অ্যাকাউন্ট হওয়ার জন্য, সুদের হার সরাসরি অর্থমন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।

তবে পোস্ট অফিসের (Post Office Savings Scheme)এই অ্যাকাউন্ট আপনি বিশেষ সুবিধা পাবেন, কোনও ব্যক্তি যদি হঠাৎ কোনো কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দেন তখন যে মাসে অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে তার আগের মাসে অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের উপর সুদের টাকা দেওয়া হয়। আয়কর আইন 80TTA এর আওতায় অ্যাকাউন্টে থাকা ১০,০০০ টাকা পর্যন্ত সুদ করমুক্ত হয়। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি চাইলে সবথেকে কম ৫০০ টাকা জমা করতে পারেন। এই অ্যাকাউন্টের বিশেষ বিষয় হল, কোনও ব্যক্তি যদি চায় এই অ্যাকাউন্ট থেকে মাত্র ৫০ টাকাও তুলতে পারেন। কিন্তু অ্যাকাউন্টে ৫০০ টাকার কম থাকলে টাকা তোলা সম্ভব নয়।

যদি কখনো আপনার অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স ৫০০ টাকার কম হয়, তাহলে কিন্তু চার্জ হিসেবে ৫০ টাকা কেটে নেওয়া হবে। অন্যদিকে, যদি অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাকাউন্টটি অটোমেটিক ভাবেই বন্ধ হয়ে যাবে। পোস্ট অফিসের এই অ্যাকাউন্টে চেক বুক, ইব্যাঙ্কিং/মোবাইল ব্যাঙ্কিং, অটল পেনশন যোজনা (APY), প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা (PMSBY), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)-র সুবিধা পাওয়া যাবে।