ভারী লোকসানের হাত থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করলো SBI

নিজস্ব প্রতিবেদন : দেশে ডিজিটাল লেনদেন বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার মতো ঘটনা। আর এই প্রতারণার হাত থেকে গ্রাহকদের রক্ষা করতে প্রতিনিয়ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নানান সতর্কতাবাণী দেওয়া হয়। সতর্কতাবাণী দেওয়ার পাশাপাশি তাদের তরফ থেকে কিভাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় তার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ঠিক তেমনি বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তরফ থেকে একটি অ্যালার্ট জারি করা হয়েছে।

বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুইট করে জানিয়েছে, তাদের ব্যাঙ্কের নামে ভুয়ো ই-মেল পাঠানো হচ্ছে গ্রাহকদের। এই ই-মেল ব্যাঙ্কের তরফ থেকে পাঠানো হচ্ছে না। তাই এরকম কোন ই-মেল যদি গ্রাহকদের কাছে এসে থাকে তাহলে সেই সকল ই-মেল যেন না খুলে এবং ঐ সকল ই-মেলের মধ্যে থাকা কোন লিঙ্কে যেন ক্লিক না করেন।

পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এরকম কোন ই-মেইল যদি কোনো গ্রাহকের কাছে এসে থাকে তাহলে তিনি যেন তৎক্ষণাৎ সেই ই-মেইল সম্পর্কে ন্যাশনাল সাইবার ক্রাইম কন্ট্রোলে অভিযোগ জমা করেন। এর পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে তাদের অনলাইন ব্যাঙ্কিং-এর জন্য নির্দিষ্ট একটি লিঙ্ক দেওয়া হয়েছে। যার মাধ্যমেই যেন গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিং করে থাকেন তার কথা বলা হয়েছে।

ব্যাঙ্কের তরফ থেকে স্পষ্ট ভাবে ভুয়ো ই-মেইল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও এটুকু টের পাওয়া যাচ্ছে যে ঐ সকল ভুয়ো ই-মেলে লিঙ্কে গ্রাহকরা ক্লিক করলে বড়োসড়ো লোকসানের সম্মুখীন হতে পারেন। গ্রাহকদের সাথে আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটতে পারে। যে কারনেই ব্যাঙ্কের তরফ থেকে আগাম এই সর্তকতা।