ATM: ATM এর নিয়মে বড় পরিবর্তন এনেছে SBI! গ্রাহকরা এবার থেকে আর পারবেন না…

বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রাহকদের অর্থ লেনদেন প্রক্রিয়া হয়েছে আরও সহজ। আর এবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই এর তরফে এক নতুন পদক্ষেপে সিলমোহর পড়েছে। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় বদল এনেছে তারা। ইতিমধ্যেই গত ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে তা কার্যকর হয়েছে।

এসবিআই এর তরফে সীমার ক্ষেত্রে বদল আনা হয়েছে। যা প্রযোজ্য হবে এসবিআই এর নিজস্ব এটিএম এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে। নতুন নিয়মের আওতায় রয়েছে সকল এসবিআই গ্রাহকরা। জানা গিয়েছে, গ্রাহকরা এবার থেকে এসবিআই-এর নিজস্ব এটিএম ব্যবহার করে প্রতিমাসে ৫টি লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। অন্যদিকে অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে প্রতি মাসে ১০টির বেশি লেনদেন বিনামূল্যে করা যাবে না।

আরও পড়ুন: পুলিশে সঙ্গে দুর্ব্যবহার নয়, অন্য ধর্মের মানুষদের সঙ্গে দুর্ব্যবহার নয়! ওয়াকফ আইনের বিরোধিতা নিয়ে বিশেষ বার্তা আনিসুর রহমানের

তবে এক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। বলা হয়েছে, কোনও গ্রাহকের গড় মাসিক ব্যালেন্স ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে থাকলে তিনি অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে মোট ৫টি লেনদেন বিনামূল্যে করতে পারবেন। কোনও গ্রাহকের যদি ১০০,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকে সেক্ষেত্রে ওই একই সীমা নির্ধারিত থাকবে। অন্যদিকে, গ্রাহকের গড় মাসিক ব্যালান্স ১ লক্ষের অধিক থাকলে এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সুবিধা পেতে তা ব্যবহারের ক্ষেত্রে কোনও সীমা থাকবে না।

বিনামূল্যে এটিএম লেনদেনের নির্ধারিত সীমা পার হয়ে গেলে গ্রাহকদের থেকে এসবিআই এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনের জন্য ১৫ টাকা সহ জিএসটি ধার্য করা হবে। আবার​​অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে লেনদেনের জন্য গ্রাহকদের প্রতি লেনদেনের জন্য ফি ২১ টাকা সহ জিএসটি গুনতে হবে।
জানা গিয়েছে, এই নয়া নিয়মের আওতায় পড়বে মেট্রো শহর সহ দেশের অন্যান্য স্থান। যদিও এসবিআই এটিএম থেকে ব্যালেন্স চেক করার জন্য এবং মিনি স্টেটমেন্ট নেওয়ার জন্য কোনও চার্জ দিতে হবে না গ্রাহকদের।