কোন কার্ডে কত টাকা তোলা যায়, SBI-এর রয়েছে ৭ রকমের ATM কার্ড

নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের জন্য সাত রকমের ডেবিট কার্ড (ATM Card) এনেছে। বিভিন্ন ধরনের এই কার্ডের ক্ষেত্রে রয়েছে টাকা তোলা থেকে শুরু করে নানান পার্থক্য। কোন কার্ডে সর্বোচ্চ ২০ হাজার টাকা আবার কোন কার্ডে লক্ষাধিক টাকা তোলা যায়।

বিভিন্ন ধরনের কার্ডে সর্বোচ্চ টাকা তোলার নিয়ম

১) Classic ও Maestro কার্ড যাদের রয়েছে তারা এটিএম থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা তুলতে পারবেন।

২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা তাদের Global International কার্ড রয়েছে তারা এটিএম থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা তুলতে পারবেন।

৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সকল গ্রাহকদের Gold International কার্ড রয়েছে তারা সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন এটিএম থেকে।

৪) এই ব্যাঙ্কের যে সকল গ্রাহকদের Platinum International কার্ড রয়েছে তারা এটিএম থেকে সর্বোচ্চ টাকা তুলতে পারেন এক লক্ষ দশ হাজার টাকা।

৫) যাদের sbiINTOUCH Tap & Go কার্ড রয়েছে তারা এটিএম থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা তুলতে পারবেন।

৬) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Mumbai Metro Combo কার্ড থাকা গ্রাহকরা এটিএম থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা তুলতে পারেন।

৭) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সকল গ্রাহকদের My Card International কার্ড রয়েছে তারা এটিএম থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা তুলতে পারবেন।

বিভিন্ন কার্ডের পরিপ্রেক্ষিতে এই সকল টাকা তোলার নিয়ম দৈনিক হিসাবে ধরা হয়ে থাকে। অর্থাৎ গ্রাহকরা দৈনিক কেউ ২০ হাজার, কেউ ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন তার কার্ডের পার্থক্যের কারণে।