SBI গ্রাহকদের জন্য খারাপ খবর, এই খাতে পকেট থেকে খসবে বেশি টাকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতে সরকারি এবং বেসরকারি একাধিক ব্যাঙ্ক থাকলেও সবচেয়ে বেশি গুরুত্ব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। কারণ দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ব্যাংকের উপর নির্ভরশীল। যে কারণে এই ব্যাংকের তরফ থেকে সামান্য কিছু পরিবর্তন আনলেই তা কোটি কোটি গ্রাহকদের উপর প্রভাব ফেলে। সেই রকমই এবার এই ব্যাংকের তরফ থেকে এমন একটি পরিবর্তন আনা হচ্ছে যাতে গ্রাহকদের পকেট থেকে খসবে বেশি টাকা।

দেশের মুদ্রাস্ফীতি কমিয়ে আনার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নীতি গ্রহণ করা হয়েছে তাতে একাধিকবার রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ধারাবাহিকভাবে এই রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত বহাল থাকবে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের স্থায়ী আমানত এবং ঋণের উপর সুদের হার বদলে যাচ্ছে।

রেপো রেট বৃদ্ধি পাওয়া মানেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের ব্যাংকগুলি যে হারে ঋণ নিয়ে থাকে তা বৃদ্ধি পাওয়া। এর ফলে যে সকল গ্রাহকরা গাড়ি-বাড়ি অথবা অন্য কোন ক্ষেত্রে ঋণ নিয়ে থাকেন তাদেরও খরচ বাড়ে। সম্প্রতি একাধিকবার রেপো রেট বৃদ্ধি করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের নেওয়া ঋণের উপর সুদের হার বাড়ালো।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করার। সেই অনুযায়ী নতুন এই নিয়ম কার্যকর হয়েছে ১৫ নভেম্বর। রেট বৃদ্ধি পাওয়ার পর ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এক বছরের এমসিএলআর রেট ৭.৯৫ শতাংশের পরিবর্তে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.০৫% হয়েছে।

দুই এবং তিন বছরের ক্ষেত্রে এই এমসিএলআর রেট হয়েছে ৮.২৫ শতাংশ এবং ৮.৩৫ শতাংশ। এছাড়াও অন্যান্য এমসিএলআর রেটও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যে সকল গ্রাহকরা গাড়ি, বাড়ি অথবা অন্য কোন ক্ষেত্রে ব্যাংকের থেকে ঋণ নিচ্ছেন তাদের ইএমআই বেড়ে যাবে।