বিজেপি সাংসদদের তহবিলের টাকায় এবার একটি স্কুলের নতুন ভবন বা হলঘর নির্মাণ হতে চলেছে। নির্মাণ হতে চলেছে বললে অবশ্য ভুল হবে, কেননা নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিজেপি সাংসদদের অর্থানুকূল্যে এমন স্কুল ভবন তৈরি হচ্ছে বীরভূমের দুবরাজপুরে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দুবরাজপুরের ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।
বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর রাজ গার্লস হাই স্কুলে একটি হলঘরের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরেই। সেই প্রয়োজন অনুযায়ী তারা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার কাছে আবেদন জানিয়েছিলেন। ১৬ লক্ষ টাকা যাতে তাদের দেওয়া হয় এবং নতুন ভবন নির্মাণের জন্য সাহায্য করে হয় এমন আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুনঃ ওটিপি না দিয়েও হ্যাক! ধরা পড়ল নয়া ক্রেডিট কার্ড ফ্রড, জানুন বাঁচার পদ্ধতি
দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা স্কুল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যের কাছে পাঠান। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যসভার বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্যের তহবিল থেকে আপাতত ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সোমবার বিকালে নারকেল ফাটিয়ে ওই নির্মাণ কাজের শুভ সূচনা করেন। স্কুল ঘরটি সম্পূর্ণ নির্মাণ হয়ে যাওয়ার পর তার উদ্বোধন করতে আসবেন শমীক ভট্টাচার্য।
