শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি, কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

নিজস্ব প্রতিবেদন : এসএসসিতে দুর্নীতি নিয়ে দফায় দফায় বিধ্বস্ত মধ্যশিক্ষা পর্ষদ। এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। তবে এরই মধ্যে শূন্য পদ নিয়ে আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পর তাতে সই করেছেন রাজ্যপাল।

নিয়োগে দুর্নীতি নিয়ে টালবাহানার মধ্যেই ৬৮৬১টি সাপ্লিমেন্টারি পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এই অনুমোদনের পর এই বৃহস্পতিবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে। উল্লেখ্য বিষয় হলো এবার চাকরি পাচ্ছেন ব্লাড ক্যান্সার আক্রান্ত সোমা দাসও। শারীর শিক্ষা, কর্মশিক্ষা, এসএলএসটি সহ যাবতীয় শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের ওয়েটিং লিস্ট তৈরি করে চাকরিপ্রার্থীদের জায়গা করে দিচ্ছে রাজ্য।

গত ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এই নিয়োগের বিষয়ে অনুমোদন দেয়। এই সকল শূন্য পদে নিয়োগ, যাচাই পর্ব এবং সুপারিশের জন্য দায়িত্বে থাকবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে মধ্যশিক্ষা পর্ষদ দায়িত্বে থাকলেও আদালতের নির্দেশ মেনে সমস্ত প্রক্রিয়া হবে বলে জানা যাচ্ছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে নিয়োগ হবে ২৪৭ জন, গ্রুপ সি পদে নিয়োগ হবেন ১১০২ জন, গ্রুপ ডির ক্ষেত্রে নিয়োগ হবেন ১৯৮০ জন।

এই সকল শূন্য পদে নিয়োগের বিষয়ে গত ৫ মে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, সমস্ত জটিলতা কাটিয়ে মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পরই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

প্রসঙ্গত, এসএসসিতে নিয়োগ নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য। এই নিয়োগ নিয়ে আদালতের নির্দেশের পর ইতিমধ্যেই শুরু হয়েছে সিবিআই তদন্ত। সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জেরার মুখে পড়তে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এর পাশাপাশি তদন্তে সিবিআই-এর মুখোমুখি হতে হয় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে।