পুজোর সময় পুরী যাওয়ার দারুণ সুযোগ, স্পেশাল ট্রেন রেলের, রইল সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে ভ্রমণপিপাসুরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়েন। দুর্গা পুজো, কালীপুজোর সময় ছুটিছাঁটা বেশি থাকার ফলে ভ্রমণ পিপাসু বাঙ্গালীদের সবচেয়ে বেশি ঘুরতে যেতে দেখা যায়। যে কারণে এই সময় ট্রেন সহ অন্যান্য পরিবহনের উপর বাড়তি চাপ থাকে।

পর্যটক এবং অন্যান্য যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন রুটে আলাদা করে স্পেশাল ট্রেন দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই সকল রুটের মধ্যেই রয়েছে শিয়ালদা থেকে পুরী পর্যন্ত একটি স্পেশাল ট্রেন। সেই সকল পর্যটক যারা পূজোর সময় পুরি বেড়াতে যেতে চাইছেন তাদের জন্য এই ট্রেন দারুণ সুযোগ করে দিতে পারে।

০৩১০১ শিয়ালদা-পুরী পুজো স্পেশাল ট্রেন : পুজো স্পেশাল এই ট্রেনটি চালু হবে আগামী ১ অক্টোবর থেকে এবং চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ট্রেনটি প্রতি শনিবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত্রি ১১ঃ৫০ মিনিটে। পরদিন এই ট্রেনটি পুরী পৌঁছাবে সকাল ৯ঃ৩৫ মিনিটে।

০৩১০২ পুরী-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেন : পুজো স্পেশাল এই ট্রেনটি চালু হচ্ছে ২ অক্টোবর থেকে এবং চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ট্রেনটি প্রতি রবিবার পুরি স্টেশন থেকে ছাড়বে দুপুর ৩ টে ৫০ মিনিটে। এই ট্রেনটি শিয়ালদা রেল স্টেশনে এসে পৌঁছাবে রাত ২ টার সময়।

এই ট্রেনের টিকিট বুকিং শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। যাত্রাপথে ট্রেনটি ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনটি স্পেশাল হওয়ার কারণে সাধারণ ট্রেনের টিকিটের ভাড়ার তুলনায় সামান্য ভাড়া বেশি পড়বে বলেই জানা যাচ্ছে রেল সূত্রে।