Security in Digha: নিরাপত্তা নিয়ে প্রশ্ন নয়, দীঘাকে নতুনভাবে সাজিয়ে তুলল প্রশাসন।

Security in Digha is being strengthened by West Bengal Govt keeping tourists in mind: বাঙালির অবসর যাপন মানেই দিপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। এমনিতেই বাঙালি জাতির নামে দুর্নাম রয়েছে যে, তাদের পায়ের তলায় নাকি সর্ষে রয়েছে। সুযোগ পেলেই ভ্রমণ প্রিয় বাঙালি বেরিয়ে পড়ে এদিক সেদিক। যার মধ্যে একটি অন্যতম টুরিস্ট স্পট হলো দীঘা। তবে শুধু বাঙালিই নয় সারা ভারতবর্ষ থেকে পর্যটকরা ভিড় করে থাকেন দিঘাতে। যে কারণে যখনই দীঘায় যাওয়া হোক না কেন দেখা যাবে থিক থিকে ভিড়।

যত দিন যাচ্ছে দীঘাতে পর্যটকদের চাপ বেড়েই চলেছে। এক দুদিন সময় কাটানোর জন্য দীঘা মানুষের কাছে খুবই প্রিয়। তবে শুধু দীঘা নয় তার আশপাশের বেশ কিছু জায়গা যেমন তাজপুর, শংকরপুর, মন্দারমনি ইত্যাদি এলাকাগুলিও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। সেখানে গড়ে উঠছে নতুন নতুন হোটেল, রেস্তোরাঁ। আর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবণতাও।

বিগত কয়েক বছরের তুলনায় দীঘায় অপরাধের হার অনেকটাই ঊর্ধ্বমুখী। যা স্থানীয় প্রশাসনের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা পর্যটকদের মধ্যে দীঘা সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছে। যার কারণে পর্যটকদের নিরাপত্তার (Security in Digha) কথা ভেবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাল্টানো হয়েছে বেশ কিছু নিয়ম।

আরও পড়ুন 👉 Former Name of Digha: বারবার দীঘা যাচ্ছেন, অথচ জানেনই দীঘার পুরনো নাম!

ওল্ড দীঘা থেকে নিউ দীঘা অব্দি সর্বত্র বসানো হচ্ছে সি সি টিভি। পুরনো খারাপ হয়ে যাওয়া সি সি টিভি সারানো ও বিশেষ করে ফাঁকা জায়গা গুলিতে আরও নতুন সি সি টিভি বসানোর ব্যাবস্থা করেছে সরকার। এছাড়াও বাড়ানো হচ্ছে পুলিশের টহলদারি। ওমেন্স উইনার্স টিম মহিলাদের নিরাপত্তা (Security in Digha) নিশ্চত করার জন্য আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।

কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন যে, দীঘায় নিরাপত্তার ব্যাপারে কোনরকম সমঝোতা করা হচ্ছে না। যে সি সি টিভি গুলো খারাপ হয়ে গেছে সেগুলো শীঘ্রই পরিবর্তন করা হবে এবং যেখানে সি সি টিভি নেই সেখানে নতুন সি সি টিভি ইন্সটল করা হবে। এছাড়া পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি চালাচ্ছে, পর্যটকদের নিরাপত্তার (Security in Digha) দিকে বিশেষ করে নারী সুরক্ষার দিকে খেয়াল রাখছে।