মাঠে নেমেই ১১টি বাউন্ডারি সহ দুর্ধর্ষ ইনিংস শেহওয়াগের, রইলো ভিডিও

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল শচীন ও শেহওয়াগ জুটিকে। তারপর শেহওয়াগ ভারতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২রা অক্টোবর ২০১২। আর শেষ একদিনের ক্রিকেট ২০১৩ সালের ৩রা জনুয়ারি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে খেলতে দেখা যায়নি। ২০ই অক্টোবর ২০১৫ সালে সমস্ত রকম ক্রিকেট অবসর ঘোষণা করেন তিনি।

তবে সাত বছর পর মাঠে নেমে নিজের পারফরম্যান্স দেখালেন বীরু। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে গত শনিবার খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিদের বিরুদ্ধে ভারতীয় কিংবদন্তীরা অনায়াসে জয় পান বীরুর ব্যাটে ভর করে। আর এই দিনই দীর্ঘ ৯ বছর পর ওয়াংখেড়েতে সেই নস্ট্যালজিক মূর্তও ভেসে উঠলো ক্রিকেটপ্রেমীদের সামনে। ওপেনিং জুটিতে দেখা গেল শচীন শেহওয়াগকে।

শনিবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম খেলায় টসে জিতে ভারতীয় কিংবদন্তীরা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তীরা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫০ রান তোলেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিদের ব্যাট করার সময় দুর্ধর্ষ ব্যাটিং দেখা যায় শিবনারায়ণ চন্দ্রপলের ব্যাটে। তিনি অনবদ্য ৬১ রান করেন মাত্র ৪১ বলে। দ্বিতীয় বড় স্কোর করেন ডি গঙ্গা, ২৪ বলে ৩২ রান। ভারতীয় বোলারদের মধ্যে জাহির খান, পাটেল ও ওঝা ২ টি করে উইকেট নেন।

আর ভারতীয় কিংবদন্তীরা ব্যাট করতে নেমে সেই শচীন ও শেহওয়াগের পুরাতন অনবদ্য জুটি। এই দুজনের ব্যাটে ভর করে ভারত কিংবদন্তীরা ৮২ রানের অনবদ্য পার্টনারশিপ তৈরি করে। আর ১৮.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয় ছিনিয়ে নেয়। শচীন তেন্ডুলকর ২৯ বলে ৩৬ রান করেন, আর সেই দুর্ধর্ষ ব্যাটিং দেখা যায় শেহওয়াগের ব্যাটে। তিনি মাত্র ৫৭ বলে ৭৪ রানের ইনিংস উপহার দেন ভারতীয় কিংবদন্তিদের, তাও আবার অপরাজিত থেকে। এদিন শেহওয়াগের ব্যাট থেকে দর্শকরা ওভার বাউন্ডারি দেখতে না পেলেও ১১ টি দুর্ধর্ষ বাউন্ডারি দেখতে পান। খেলতে নেমেই যেন নজফগড়ের নবাবকে নবাবী ভাবেই দেখা গেল।

রাস্তায় চলাফেরা নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মোট পাঁচটি দেশের প্রাক্তন ক্রিকেট তারকাদের নিয়ে একটি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ এর আয়োজন করা হয়েছে। যে সিরিজে খেলছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার প্রাক্তণ ক্রিকেটারা। মোট দশটি খেলা হবে এই সিরিজে। প্রতিটি খেলায় টি-২০। আর এই বিশেষ সিরিজের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তণ ক্রিকেট কিংবদন্তীরা।