ভারতের ৭টি রোমহর্ষক রেলযাত্রা, যা ভয়ঙ্কর সুন্দর

শর্মিষ্ঠা চ্যাটার্জী : ঘুরতে যাওয়ার ক্ষেত্রে রেলপথের মত আরামপ্রদ বোধহয় আর কিছু হয় না। ট্রেনে যাত্রাপথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সে যেন অন্য এক জগতে পৌঁছে দিতে পারে মানুষকে। তাই এবার এমনই ৭টি রেলভ্রমণ নিয়ে জেনে নিন যা শুনলে আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছে অনেকগুণ বেড়ে যেতে পারে।

১) কোঙ্কন রেলওয়ে : দেশের সর্বাধিক রোমহর্ষক রেলযাত্রার অন্তর্গত এটি একটি। সহ্যাদ্রি পর্বতমালা, নদী ব্রিজ আর তার সাথে মোহময়ী ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হতে হতে আপনি গিয়ে হাজির হবেন আপনার গন্তব্যস্থলে।

২) ডেজার্ট কুইন : জয়সলমীর থেকে যোধপুর ভ্রমণপথে পড়বে এই অসাধারণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। মরুভূমির মধ্যে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলবে ট্রেন। আর সেই সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন।

৩) হিমালয়ান কুইন ট্রয় ট্রেন : কালকা-সিমলা ট্রয় ট্রেন ২০০৮ সালে UNESCO এর world Heritage site এর অন্তর্ভুক্ত হয়েছে। এই রেলপথ ভ্রমণও আপনাকে দিতে পারে দারুন প্রশান্তি।

৪) আইল্যান্ড এক্সপ্রেস : কেরল ভ্রমণের সময়কালে এই আইল্যান্ড এক্সপ্রেস রুটে একবার গিয়ে দেখতেই পারেন । চারিদিকে সবুজের সমারোহ প্রকৃতির নিবিড় সৌন্দর্যের মাঝে আপনাকে পৌঁছে দেবে।

৫) মাথেরান হিল রেলওয়ে : পশ্চিমঘাট পর্বতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই স্বপ্নের মত রেলওয়ে ভ্রমণ করতেই হবে আপনাকে। বর্ষার সময় এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য অন্য পর্যায়ে থাকে।

৬) কাংরা ভ্যালি রেলওয়ে : হিমাচল প্রদেশের কাংরা ভ্যালি থেকে পাঠানকোটের যোগীন্দরনগর পর্যন্ত এই ট্রেন যাত্রায় ৯৫০ টি ব্রিজ পড়বে যাত্রাপথে। বহু মন্দির, সৌধ, চা বাগানের ও দেখা মিলবে।

৭) কাশ্মীর ভ্যালি রেলওয়ে : কাশ্মীর ভ্যালির এই রেলযাত্রা সর্বাধিক মনোরম। সারা বছর বরফাবৃত থাকার কারণে এক অন্যরকম সৌন্দর্য বিরাজ করে।