অতি বৃষ্টির কারণে বিভিন্ন জলাধারের পাশাপাশি তিলপাড়া ব্যারেজে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার জল ছাড়া হয়। ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধার থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়ে বলেই জানা যাচ্ছে।
আর এই জল ছাড়ার সময় ওই ব্যারেজের নিচেই ইঞ্জিনিয়ার সহ ৬ জন কাজ করছিলেন। আচমকা জল ছাড়ার পরিপ্রেক্ষিতে তারা ব্যারাজের নিচেই আটকে যান। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তারা ব্যারেজের এক পাশে এসে জড়ো হন।
আরও পড়ুন: জল বাড়ল কোপাইয়ে, বাঁধ ভাঙা, বন্যার আতঙ্কে বাসিন্দারা
বিষয়টি সকলের নজরে আসতেই তাদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়। তারা যখন কোন দিকে যেতে পারছেন না সেই সময়ই তাদের উদ্ধারের জন্য জেসিবি মেশিনকে কাজে লাগানো হয়। এই ঘটনায় যদি জেসিবি মেশিন দিয়ে তাদের উদ্ধার না করা হত তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তারা এদিন বরাত জোড়ে প্রাণে বেঁচেছেন।
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দপ্তরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি যারা আটকে পড়েছিলেন তারাও কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি।