ভোল বদলাচ্ছে শিয়ালদহ স্টেশনের, নয়া পরিকল্পনা রেলের

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সমস্ত রেলস্টেশন রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যস্ত রেল স্টেশন হলো শিয়ালদহ রেল স্টেশন। দিনে কাতারে কাতারে যাত্রীরা এই স্টেশনে আসেন এবং যান। তবে এবার এই রেল স্টেশন নিয়ে নয়া পরিকল্পনা গ্রহণ করেছে রেল। এই পরিকল্পনা ভোল বদলে দেবে স্টেশনের।

পরিকল্পনা মোতাবেক শিয়ালদহ রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের পরিধি বাড়ানো হচ্ছে। আগে যেখানে ৯টি বগি নিয়ে ট্রেন দাঁড়াতে পারত, সেই জায়গায় এখন ১২টি বগি নিয়ে ট্রেন দাঁড়াতে পারবে। এতে যাত্রীদের স্বাচ্ছন্দ বাড়ার পাশাপাশি শিয়ালদহ স্টেশনে যে ভিড় হয় তা সামাল দেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই কাজ আগামী তিন বছরের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। চারটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। লম্বায় ভিতরের দিক দিয়ে বাড়ানোর কারণে শিয়ালদহ স্টেশনে ঢোকার মূল গেটগুলি এগিয়ে আসবে বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদা ফ্লাইওভারের দিকে। এর ফলে শিয়ালদা থেকে ১২ বগি বিশিষ্ট লোকাল ট্রেন চলাচল করতে পারবে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের চারটি প্ল্যাটফর্মের এমন পরিবর্তনের জন্য ১২ কোটি টাকা খরচ করা হবে। এর ফলে আবার ভিতরে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার অন্যত্র স্থানান্তরিত করা হবে। প্ল্যাটফর্মের চেহরা বদলের পাশাপাশি স্টেশনের পাশেই তৈরি করা হবে নতুন ভবন। ডিআরএম অফিস পুরাতন হয়ে যাওয়ার কারণে নতুন ভবন তৈরি করা হবে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্ল্যাটফর্ম গুলির দৈর্ঘ্য বৃদ্ধি করার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল। সেইমতো ইতিমধ্যেই মাপজোক করা হয়েছে। পাশাপাশি অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে।