ব্যাটের পর গব্বরের বাঁশিতে মাতলো সোশ্যাল মিডিয়া, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : ২২ গজে নামলে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কপালে ভাঁজ ফেলতে তাঁর সময় লাগে না। আর সেই ব্যাট ধরা শক্ত হাতের জাদুতেই তিনি বের করতে পারেন মধুর সুর। হেঁয়ালি করছি ভাবছেন! আরে না, শিখর ধাওয়ান যেমন ব্যাট হাতে ভারতীয়দের জয় দেখানো স্বপ্ন দেখানো ঠিক তেমনই, একেবারে কৃষ্ণ অবতারে বংশীবাদকের ভূমিকায় সকলকে হতবাক করে দিলেন। বাঁশি হাতে সুরের মূর্ছনায় সবার মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর বাঁশির সুর শুনে প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়ার নেটিজেনরা। ভিডিওটি দেখার আগে কে বা জানতো এমন একজন ক্রিকেটারের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন প্রতিভা।

সমুদ্র সৈকতের ধারে শাড়ি শাড়ি নারকেল গাছ গাছ আর নীল আকাশের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজানোর একটি ভিডিও রেকর্ডিং করেছেন শিখর ধাওয়ান। সেই ভিডিওটি তিনি মঙ্গলবার সকালে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্ট করেছেন। ধাপে ধাপে পাকা বংশীবাদকের মত ফুটিয়ে তুলেছেন সুর। আর ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে। এখনো পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন আড়াই লক্ষের বেশি নেট দুনিয়ার মানুষ। লাইক এবং কমেন্ট অজস্র।

দেখুন সেই ভিডিও

তবে বাঁশি বাজানো শেখা শিখর ধাওয়ানের কাছে নতুন নয়। জানা গিয়েছে তিনি বিগত চার বছর ধরে বাঁশি বাজানোর চর্চা নিচ্ছেন। তিনি চর্চা নেন প্রশিক্ষক বেনুগোপালের কাছে। এ প্রসঙ্গে তিনি গত বছর জুন মাসে একটি ভিডিও পোস্ট করেছিলেন তার টুইটার হ্যান্ডেলে। আর সেখানেই তিনি লিখেছিলেন, “হাই বন্ধুরা, আমার হৃদয়ের খুব প্রিয় কিছু আমি শেয়ার করলাম এবং এটি আমার একটি অচেনা দিক। গত ৩ বছর ধরে আমি বাঁশি বাজানো শিখছি (আমার প্রিয় ইনস্ট্রুমেন্ট)। আমি আমার গুরু ভেনুগোপাল জিয়ার কাছে শেখার সুযোগ পেয়েছি। আমার এখনও অনেকটা পথ পেরতে হবে কিন্তু আমি খুশি যে আমি শুরু করেছি।”

আর এই ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেল বাঁশি বাজানোর ভিডিও প্রকাশের মাধ্যমে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের আলাদা প্রতিভার রূপ প্রকাশিত হয়েছে।