Credit Card Fraud: ক্রেডিট কার্ড প্রতারণা ক্রমশ বাড়ছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি বিধাননগর দক্ষিণ থানায় একটি চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হয়েছে। এক বাসিন্দা জানিয়েছেন, তাঁর কার্ড থেকে তিনবার লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে, যা তিনি একদম করেননি। ডিসেম্বরের শেষে এটা ধরা পড়ে। একটি মোবাইল অ্যাপ থেকে আরও কয়েকবার চেষ্টা হয়, কিন্তু কার্ডের লিমিট ছাড়িয়ে যাওয়ায় সফল হয়নি।
অভিযোগকারী বলছেন, তাঁর ডিভাইস হ্যাক হয়েছে। কোনও অর্ডার দেননি, ওটিপি শেয়ার করেননি। তবু কীভাবে প্রতারকরা তথ্য পেল? তিনি জাতীয় সাইবার ক্রাইম পোর্টাল এবং ব্যাঙ্কে রিপোর্ট করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে – কার নামে অর্ডার, কোন কোম্পানিতে গিয়েছে, সব খতিয়ে দেখছে।
ক্রেডিট কার্ডে লক্ষাধিক টাকার সাইবার প্রতারণা | Credit Card Fraud
ভারতে সাইবার ফ্রডের পরিমাণ আকাশছোঁয়া। ২০২৫ সালে মাত্র ২১.৭ লক্ষ অভিযোগে লোকসান হয়েছে প্রায় ১৯,৮১৩ কোটি টাকা। এর মধ্যে ক্রেডিট কার্ড হ্যাকিং-এর অংশ ২৭ শতাংশ। পশ্চিমবঙ্গেও কেস বাড়ছে – মায়ানমার-কম্বোডিয়া সংযোগে সাতজন বাঙালি জড়িত একটি বড় ফ্রড চক্র ধরা পড়েছে। অনলাইন শপিংয়ের যুগে এমন কার্ড প্রতারণা সাধারণ হয়ে উঠেছে।
কিভাবে আটকানো যেতে পারে?
সচেতনতাই মূল চাবিকাঠি। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, ওটিপি কখনও শেয়ার করবেন না। দু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন। ব্যাঙ্ক অ্যাপে লেনদেন অ্যালার্ট সেট করুন। যদি সন্দেহ হয়, তৎক্ষণাত কার্ড ব্লক করুন। পুলিশ বলছে, তথ্য না দিলেও হ্যাকাররা ফিশিং বা ম্যালওয়্যার দিয়ে তথ্য চুরি করে। আগামীতে আরও প্রচার চালানো দরকার। এমন ঘটনা এড়াতে সবাই সতর্ক হোন!
