লটারির টিকিট চোর ‘পুলিশ’! পুরো ঘটনা মোবাইল বন্দী হতেই তোলপাড় সিউড়ি

পুলিশের স্টিকার দেওয়া মোটরবাইকে এসে লটারির টিকিট চুরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মোটর বাইকে পুলিশের স্টিকার থাকার কারণে পুলিশই লটারির টিকিট চুরি করেছেন বলে দাবি এলাকার ব্যবসায়ীদের। ভয়ংকর এমন ঘটনাটি ঘটেছে সিউড়ি বাস স্ট্যান্ড লাগোয়া একটি লটারির দোকানে।

যা জানা যাচ্ছে তাতে অভিযুক্ত ব্যক্তি বিগত 15 দিন ধরে এই ভাবেই লটারির টিকিট দেখার নাম করে দোকান থেকে লটারির টিকিট চুরি করছিলেন। দোকানদারের এমন অবস্থায় সন্দেহ হলে চুপি চুপি বিষয়টিকে ক্যামেরাবন্দি করেন বুধবার। আর তারপর পুরো ঘটনা মোবাইলে ধরা পড়তেই তোলপাড় হয় সিউড়ি বাস স্ট্যান্ড এলাকা।

আরও পড়ুনঃ সাংসদ শতাব্দী রায়ের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ মহিলার, জুতোর বাড়ি! তৃণমূলকর্মীদের তুমুল হাতাহাতি! তুলকালাম সিউড়ি

ঘটনার পরিপ্রেক্ষিতে ওই লটারি বিক্রেতা দাবি করেছেন, একই রকম ভাবে অন্ততপক্ষে ১৫ দিন ধরে ওই পুলিশ কর্মী তার দোকান থেকে লটারির টিকিট চুরি করছিলেন। তিনি শেষমেষ তাকে ধরে ফেলেন। এখনো পর্যন্ত তার যা টিকিট চুরি হয়েছে তার টাকা তিনি দাবি করেন।

অন্যদিকে ওই পুলিশকর্মী বিষয়টিকে কোনভাবেই মেনে নিতে নারাজ। তার দাবি তিনি টাকা দিয়েই টিকিট কিনছিলেন।