এই খাবারগুলি মুখে ধরছেন কুকুরের? অজান্তেই বাড়ছে ক্ষতি

বর্তমান দিনে কুকুর বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা যেন দ্বিগুণ হয়েছে। তাদের মায়া ভরা দুটো চোখের জাদুতে হারিয়ে যায় মানুষের মন। তাই বাড়িতে শখ করে পোষ্য নিয়ে আসেন অনেকেই। পথে ঘুরে বেড়ানো পোষ্যদের সেবা শুশ্রুষার ক্ষেত্রেও এগিয়ে আসেন সমাজের একটা বড় অংশ। পাশাপাশি নানান জাতের কুকুর বিড়াল সহ পথ কুকুরও পোষেন এখনকার দিনে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি।

রাস্তায় কুকুরের দেখা মিললেই অনেকে কিছু না কিছু খেতে দেন কুকুরদের। আবার ছোট বাচ্চাদের কুকুরের মুখের সামনে বিস্কুট ধরতেও শেখায় তাদের মায়েরা। গরমের দিনে ছোট পাত্র করে জল ভরেও রেখে দেওয়া হয় তাদের জন্য। তবে এমন কিছু খাবার আছে যা কুকুরের মুখের সামনে ধরতে সাফ নাই করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পেট পুরে ভুরিভোজ! লাগবে না এক টাকাও, সপ্তাহে দুদিন এমন পরিষেবা মিলবে বীরভূমে

কী কী খাবার রয়েছে সেই তালিকায়? চকোলেট বা ক্রিম দেওয়া বিস্কুট, মিষ্টি লজেন্স বা মিষ্টি জাতীয় খাবার, ছানা বা পনির বা দুগ্ধ জাতীয় খাবার, আলু সেদ্ধ, পেঁয়াজ, ও রসুন।

কেন এই বিশেষ বিশেষ খাবারগুলি তাদের মুখের সামনে ধরা যাবেনা জানেন?
আপনি যদি সত্যি কুকুরের সু-স্বাস্থ্যের জন্য চিন্তিত হন তবে এই খাবার গুলি তাদেরকে দেবেন না। কারণ এই খাবার তাদের শরীরে বিষের মতো।

প্রথমত, বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন ক্রিম ভর্তি বিস্কুট বা মিষ্টি লজেন্স কুকুরদের লিভারের বারোটা বাজিয়ে দিতে পারে। কারণ মিষ্টি জাতীয় খাবার তাদের লিভারে চাপ বাড়িয়ে রোগভোগ এর বাসা বাঁধায়।

দ্বিতীয়ত, দুগ্ধ জাতীয় খাবার যেমন পনির ছানা তাদের মুখে দেবেন না কারণ বেশিরভাগ কুকুরই হয় ল্যাকটোজ বা ইন টলারেন্ট।

তৃতীয়ত, আপনি হয়তো ঘরে মাখা আলুসেদ্ধ ভালোবেসে কুকুরের মুখে তুলে দিচ্ছেন, তবে এই আলু সেদ্ধ খাওয়ার ফলে বমি ডায়রিয়ার মত সমস্যার সৃষ্টি হয় তাদের। তাই তারা অসুস্থ হয়ে পড়ে। তাই এই খাবারটি তালিকা থেকে বাদ দিন।

চতুর্থত, পেঁয়াজ বা রসুনের রান্না তাদের মুখের সামনে ভুলেও ধরবেন না। কারণ তাতে এদের শরীরে রক্তাল্পতা দেখা যায়।