Singabad Railway Station: সিঙ্গাবাদ বাংলার একমাত্র স্টেশন, যার রয়েছে বড় ঐতিহ্য, জুড়ে রয়েছে এক অনবদ্য গুরুত্ব

Prosun Kanti Das

Published on:

Singabad Railway Station has a great heritage and a unique importance: ভারতীয় পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে বৃহত্তম পরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল পরিষেবা। বিশ্বের বৃহত্তম রেল পরিষেবার গুলির তালিকায় নাম রয়েছে ভারতীয় রেল পরিষেবারও। এই রেল পরিষেবাকে বিশ্বের চতুর্থ বৃহৎ রেল পরিষেবা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিদিন প্রায় ২ লক্ষেরও বেশি মানুষ রেল পরিষেবা ব্যবহার করে থাকেন। সারা ভারত জুড়ে প্রতিদিন প্রায় ১৯ হাজারের বেশি ট্রেন চলাচল করে। রেল ও রেলস্টেশন সংক্রান্ত একাধিক ঐতিহাসিক কাহিনী প্রচলিত রয়েছে। এমনই এক ঐতিহাসিক রেলস্টেশনের কথা তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

খরচের দিক থেকে অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় রেল পরিষেবা অনেক বেশি সাশ্রয়ী। তাই ধনী-গরীব নির্বিশেষে প্রায় সকলেই এই পরিষেবা ব্যবহার করে থাকেন নিজেদের প্রয়োজনমতো। তবে আজ রেল পরিষেবা নয় কথা হবে একটি রেলস্টেশনকে নিয়ে। এই রেলস্টেশনটির ঐতিহাসিক (Singabad Railway Station) গুরুত্ব অনেক। কেন জানেন? কারণ, এই রেলস্টেশনটি ভারতের শেষ রেল স্টেশন। এরপর আর একটিও রেলস্টেশন তৈরি করা হয়নি ভারতে। যদিও বহু বছর হলো এই রেলস্টেশনটিকে সেভাবে ব্যবহার করা হয় না। শেষ কয়েক বছরের মধ্যে একটাও যাত্রীবাহী ট্রেন থামেনি এই রেল স্টেশনে।

রেল স্টেশনটির নাম জানতে ইচ্ছে করছে তাই তো? ভারতের শেষ রেল স্টেশনটির নাম সিঙ্গাবাদ রেলস্টেশন (Singabad Railway Station)। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই রেলস্টেশনটিতে শুরুর দিন থেকে আজ অব্দি কোন পরিবর্তন করা হয়নি। আর এটাই এই রেলস্টেশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ব্রিটিশরা এই রেলস্টেশনকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিল ঠিক সেই অবস্থাতেই আছে রেলস্টেশনটি। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম থেকে শুরু করে যাবতীয় বিষয় রয়েছে একই রকম। বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি স্টেশনটিতে। অত্যন্ত প্রাচীণ এই রেলস্টেশনটির ঐতিহাসিক কাহিনী শুনলে আপনি অবাক হবেন। জানেন স্টেশনটি কতদিনের পুরনো?

আরও পড়ুন 👉 Sikkim: সিকিমে গাড়ি ভাড়া বেশি চাইলে টুক করে কল করুন এই ৩ নম্বরে! চুটকিতে হবে সমস্যার সমাধান

সমগ্র ভারতজুড়ে প্রায় ৭ হাজারটি রেলস্টেশন রয়েছে। তার মধ্যে একটি হলো সিঙ্গাবাদ রেলস্টেশন (Singabad Railway Station)। মালদা জেলার হাবিবপুরে একেবারে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই রেল স্টেশনটি। ব্রিটিশ আমলে এই স্টেশনে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীর মতন মণীষীরা যাতায়াত করতেন। কিন্তু বর্তমানে স্টেশনটি একপ্রকার ট্রেন শূন্য বললেই ভালো হয়। পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য স্টেশনটিকে ব্যবহার করা হলেও, শেষ কয়েক বছরে একটিও যাত্রীবাহী ট্রেন চলাচল করেনি এই পথে।

রেল স্টেশনটি একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেই অবস্থিত। আপনি চাইলেই এই রেলস্টেশন থেকে হাঁটা পথে পৌঁছে যাবেন বাংলাদেশে। বাংলাদেশ থেকে ভারতে রেল পথে আসতে চাইলে প্রথমেই পড়বে এই সিঙ্গাবাদ স্টেশন (Singabad Railway Station)। আবার ভারত থেকে বাংলাদেশ ফিরে যাওয়ার সময় একেবারে শেষ স্টেশনটি হবে সিংগাবাদ। স্টেশনটির অবস্থানই পরিষ্কার করে দেয় ভারতীয় রেল পরিষেবায় এর গুরুত্ব, তাছাড়া ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। তবুও যাত্রীবাহী ট্রেনগুলি যেন এক প্রকার মুখ ফিরিয়ে রেখেছে এই স্টেশন থেকে। ২ টি দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এতটা সুবিধা করে দিতে পারে যে রেলপথ, সেই পথ বন্ধ রয়েছে বেশ কিছু বছর।