এসআইআর আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। আর এই আতঙ্কের কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত মানুষদের। ঠিক সেই রকমই এবার আতঙ্কিত বেশ কিছু মানুষকে তাদের ব্যাংকে গচ্ছিত টাকা তুলে নিতে দেখা গেল। ব্যাঙ্কে রাখা টাকা তুলে নেওয়ার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমে।
বীরভূমের ইলামবাজারের লেলেগড়ের বাঁধ পাড়া ও নিচু পাড়ার বহু মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলে নিচ্ছেন। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, “যদি SIR চালু হয়, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তখন জমানো পয়সা আর তোলা যাবে না। আমরা সর্বহারা হয়ে যাব।”
আরও পড়ুন: মা ফুল্লরা এক্সপ্রেস! বীরভূমে নতুন ট্রেনের দাবিতে হাওড়ায় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা
অন্যদিকে, কেউ কেউ বলছেন, “SIR চালু হলে হয়তো আমাদের পূর্ববঙ্গে চলে যেতে হবে।” এই আশঙ্কাতেই তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন।
তাদের দাবি, “আমরা চাই SIR না হোক। আমরা শান্তিতে থাকতে চাই।”
একই সঙ্গে আতঙ্কগ্রস্ত এলাকার মানুষদের অনেকেই জানিয়েছেন, তাদের বাবা-মা বা দাদু-ঠাকুমারা ৩০-৩৫ বছর আগে ভারতে এসেছিলেন। তখন জীবিকার তাগিদে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যেতেন।
ফলে, অনেকেরই নাগরিকত্ব সম্পর্কিত কাগজপত্র তৈরি হয়নি। এখন সেই কাগজের অভাবেই বাড়ছে দুশ্চিন্তা।
