Suri: ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন সহ ৯ জন। বৃহস্পতিবার বিকালবেলায় এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ১৪ নম্বর জাতীয় সড়কে। ১৪ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার অন্তর্গত চিনপাই বাইপাসে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আহত ৯ জনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে।
জানা গিয়েছে, একটি সুইফ্ট ডিজায়ার গাড়ির সঙ্গে মারুতি ওমনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সুইফট ডিজায়ার গাড়িটি বীরভূমের মুরারই থেকে পুরুলিয়া যাচ্ছিল। অন্যদিকে দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল ওমনি ভ্যান গাড়িটি। চিনপাই বাইপাস এর কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারপরেই এমন দুর্ঘটনা বাঁধে। মুরারই থেকে পুরুলিয়ার দিকে যাওয়া গাড়িটিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন ও তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গিয়েছে