প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ থাকবে এমনই কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়ার পর বীরভূমেও তৈরি হয় একটি মেডিকেল কলেজ। যে মেডিকেল কলেজ তৈরি হয়েছে রামপুরহাটে। তবে বিজেপির দাবি, জেলার সদর শহর এবং সিউড়ি সদর হাসপাতাল বা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের গুরুত্ব অনুযায়ী সিউড়িতেই এই মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার প্ল্যানিং করে সেই মেডিকেল কলেজ সিউড়ি থেকে সরিয়ে নিয়ে যায় রামপুরহাটে। কিভাবে কি প্ল্যানিং করে সিউড়ির প্রাপ্য মেডিকেল কলেজকে রামপুরহাটে সরিয়ে নিয়ে যাওয়া হলো তা জানিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়।
এর পাশাপাশি তিনি দাবী করেছেন, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একজন কয়লা ও একজন পাথর ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু সেই পরিকল্পনা কোন ভাবেই তারা সফল হতে দেবেন না এবং প্রয়োজন পড়লে এর জন্য যতদূর যেতে হয় তারা যাবেন।
আরও পড়ুনঃ পদ্মশ্রী সম্মানে ভূষিত সিউড়ির কন্যা তৃপ্তি মুখোপাধ্যায়! কারণ জানলে কুর্নিশ জানাবেন
অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যাতে মেডিকেল কলেজের রূপান্তরিত হয় তার জন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার দেখা করেন। সেখানে তিনি আবেদন জানিয়েছেন যাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজের রূপান্তরিত হয়। শুধু তাই নয় জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তার আবেদনে সারা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং জানিয়েছেন, যদি রাজ্য সরকার সম্মতি দেয় তাহলে যত টাকা প্রয়োজন হয় সেই টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজের রূপান্তরিত করার জন্য।
