Skoda EV: বর্তমানে প্রযুক্তিগত উন্নতি যেমন ঘটছে তেমনি দামও বাড়ছে সবকিছুর। হু হু করে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের দাম। যার ফলে বহু ক্রেতারা ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ির দিকে। আর সেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে বিভিন্ন কোম্পানিগুলি তাদের ইলেকট্রিক মডেলের টু হুইলার লঞ্চ করছে। তবে শুধু টু হুইলার নয়, বাজারে আসছে ফোর হুইলার SUV গাড়িও। আর তেমনি নতুন বছরে বাজার দখল করতে আসছে স্কোডার এক নতুন ইলেকট্রিক SUV। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবি। রয়েছে নজরকারা ডিজাইন সহ অত্যাধুনিক ফিচার। কবে ভারতীয় বাজারে লঞ্চ হবে? কি কি ফিচারই বা থাকবে?
প্রসঙ্গত, ২০২৫এর ভারত মবিলিটি অটো এক্সপো গাড়ির মন্ডপমে প্রদর্শিত হয়েছে স্কোডার বৈদ্যুতিক এসইউভি মডেল। যা নিয়ে গাড়ির বাজারে চলছিল বেশ চর্চা। আর এই পরিস্থিতিতেই সম্প্রতি গাড়ির দুর্দান্ত লুক প্রকাশ্যে এসেছে। স্কোডার এই নতুন মডেলের (Skoda EV) নাম কি? কোন কোন বৈদ্যুতিক এসইউভি গাড়িকে টক্কর দেবে স্কোডার এই ইভি মডেল? কবেই বা ভারতীয় বাজারে লঞ্চ হবে?
খবর হয়েছে, ২০২৪এর অটো এক্সপোতে প্রদর্শিত স্কোডার ইনিয়াক গাড়ি প্রথমে ভারতের লঞ্চ হবে। আর তারপরেই আসবে স্কোডার নতুন মডেল এলরক ইলেকট্রিক এসইউভি গাড়ি। আশা করা হচ্ছে চলতি বছরের উৎসব মরশুমের পরেই ভারতে লঞ্চ হতে পারে স্কোডার এই দুর্দান্ত গাড়ি। যা স্কোডার তরফে ভারতে লঞ্চ হওয়া প্রথম বৈদ্যুতিক গাড়ি হতে পারে। প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবেই ভারতীয় বাজারে পা রাখতে পারে এই গাড়ি। ফলে পরিস্থিতি অনুযায়ী ইনিয়ায়েকের পরিবর্তেও ভারতে পদার্পণ করতে পারে এলরক। কি কি ফিচার রয়েছে এই এসইউভির নয়া মডেলে?
আরও পড়ুন: বন্ধ হবে ইনজেকশনের ব্যবহার, শোরগোল চিকিৎসা বিজ্ঞানে
সংস্থা সূত্রে খবর স্কোডার এই নয়া বৈদ্যুতিক গাড়িতে প্রদান করা হয়েছে নজরকারা লুক। মূলত MEB আর্কিটেকচারের উপর ভিত্তি করেই নির্মিত করা হয়েছে এই গাড়ি। যা দেখতে অত্যন্ত শার্প এবং দৈর্ঘ্য রয়েছে ৪.৪৯ মিটার। এছাড়াও তিনটি ব্যাটারী প্যাকের সাথে মিলবে স্কোডার এই মডেল (Skoda EV)। আর সেই তিন ব্যাটারি প্যাক হলো ৫২kwh, ৫৯kwh এবং ৭৭kwh। প্রতিটি ব্যাটারির ক্ষমতা পাওয়া যাবে মাহিন্দ্রা BEএর মডেলের মতো। যা শক্তি উৎপন্ন করতে পারে প্রায় ২৮০bhp। যা অন্যান্য কম্প্যাক্ট বৈদ্যুতিক এসইউভি গাড়ির পাওয়ারের তুলনায় অনেক বেশি।
তবে ভারতীয় বাজারে যদি এই গাড়ি নির্মিত হয় তা ক্রেতাদের নজর কাড়তে বাধ্য। এই গাড়ি ডিজাইন এবং প্রতিযোগিতামূলক মূলের কারণেই ক্রেতাদের ফার্স্ট অপশনে থাকতে পারে। যা অত্যন্ত দুর্দান্ত লুকসহ নজরকারা বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে। ফলে স্কোডার এই নয়া ইলেকট্রিক এসইউভি (Skoda EV) যদি বাজারে আসে তাহলে তা জোর টক্কর দেবে Tata Curvv EV, Mahindra BE Plus , BYD Atto 3-এর মতো গাড়িগুলিকে। চাইলে প্রকাশ্যে আসা গাড়ির ডিজাইন দেখে পরিকল্পনা করতে পারেন। এছাড়াও অনেক ব্লগাররাও এই গাড়ি নিয়ে নতুন নতুন ভিডিও পোস্ট করেছেন। তাও দেখে নিয়ে ধারণা তৈরি করতে পারেন।