রুদ্ধশ্বাস লড়াই, শেষে কিভাবে বেজির কাছে হার মানল কেউটে

নিজস্ব প্রতিবেদন : সাপের সঙ্গে বেজির শত্রুতা সম্পর্কে প্রত্যেকেই জানেন। এমনকি বড়রা বলে থাকেন বাড়িতে বেজি থাকলে সাপের উপদ্রব হয় না। আসলে এরা একে অপরের শত্রু হওয়ার কারণেই তাদের মধ্যে মাঝে মাঝে লড়াই দেখা যায়, যদিও তা খুব বিরল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নানা ধরনের ভিডিও অনবরত ভাইরাল হতে দেখা যায়। সেই সকল ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও আলাদাভাবে নজর কাড়তে লক্ষ্য করা যায়। সেই জায়গায় এই সাপ এবং বেজির লড়াইয়ের ভিডিও আলাদাভাবে নজর কাড়বে তা নিয়ে কোন দ্বিমত নেই।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রাম্য পরিবেশে কোন এক জায়গায় একটি সাপের সঙ্গে একটি বেজি লড়াইয়ে নেমেছে। সাপটিকে বারবার বেজিকে লক্ষ্য করে ছোবল মারতে দেখা গেলেও বেশি কিন্তু নিজেকে ঠিক বাঁচিয়ে নিচ্ছে। আর বেজি ওঁৎ পেতে রয়েছে সুযোগ পেলেই সাপটিকে ধরে টেনে নিয়ে যাবে।

সাপ আর বেজির লড়াইয়ে দেখা যায় যতক্ষণ না সাপটিকে নিজের আয়ত্তে আনতে পারছে বেজি ততক্ষণ সে কোনভাবেই হার মানে না। এমনকি এই ধরনের লড়াই ঘন্টার পর ঘন্টা চলতে পারে। যদিও এই ভাইরাল হওয়া ভিডিওটি মাত্র দেড় মিনিটের। তবে দেড় মিনিটের সেই ভিডিওতে দেখা যায় বেজিটি যতক্ষণ না সাপটিকে আয়ত্তে এনে ধরে নিয়ে পালাতে পেরেছে ততক্ষণ সে থামেনি।

সাপ এবং বেজির এই ধরনের লড়াই শহরাঞ্চলে দেখা না গেলেও গ্রাম্য এলাকায় অনেক ক্ষেত্রেই নজরে আসে। যদিও বর্তমানে বেজি সেই ভাবে দেখতে না পাওয়ার ফলে এমন মুহূর্ত খুব একটা নজরে আসে না।