নীলাঞ্জনা সারেগামাপা জিততেই খচে লাল অনন্যা, স্নিগ্ধজিৎ-এর অনুরাগীরা

নিজস্ব প্রতিবেদন : গত বছর শেষের দিকে শুরু হওয়া হিন্দি সারেগামাপা জিতেছেন উত্তরবঙ্গের নীলাঞ্জনা রায়। এই মিউজিক রিয়্যালিটি শো-এর পদক জেতার দৌঁড়ে এক ঝাঁক বাঙালি তারকাদের নাম ফুটে উঠেছিল। যাদের মধ্যে ছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তী। তবে এদের সকলকে পিছনে ফেলে পদক জয় করেন নীলাঞ্জনা।

আলিপুরদুয়ারের মাত্র ১৮ বছর বয়সী নীলাঞ্জনা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার পাশাপাশি দ্বিতীয় স্থান অধিকার করেন হুগলির রাজশ্রী বাগ। এই রিয়্যালিটি শো-এ এই প্রথম একসঙ্গে দুজন বাঙালি কন্যার পদক জয় বাঙ্গালীদের বুক গর্বে ভরিয়েছে। তবে নীলাঞ্জনা পদক জেতা খচে লাল হয়ে গিয়েছেন অনন্যা ও স্নিগ্ধজিতের অনুরাগীরা।

যারা এই নীলাঞ্জনার পদক যে তার পরিপ্রেক্ষিতে ক্ষুব্দ হয়ে উঠেছেন তাদের মতে ট্রফির আসল অধিকার ছিল স্নিগ্ধজিৎ অথবা অনন্যার। কিন্তু তা না হওয়াই স্বাভাবিক ভাবেই তারা ক্ষুব্দ হয়ে উঠেছেন এবং খচে লাল হয়ে গিয়েছেন। অন্যদিকে নীলাঞ্জনা এই পদক জয় করার পর লিখেছেন, ‘সারেগামাপা ২০২১ জিতে আমি খুব খুশি। দর্শকদের অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা আর স্বীকৃতি দেওয়ার জন্য।’

এর পাশাপাশি নীলাঞ্জনা আরও জানান, “আমি এখনও ভাবতে পারছি না এই অসাধারণ জার্নিটা শেষ হয়ে গেল। এটা একটা দারুণ সুযোগ ছিল আমার কাছে শেখার। বিচারক, মেন্টর, আর জুরি সদস্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না। আমার পরবর্তী জীবনের জন্যও আমাদের একইরকম ভালোবাসা আর আশীর্বাদ চাই।”

নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় তার এই বার্তা পোস্ট করার পাশাপাশি তিনি একটি ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে হুডখোলা গাড়িতে চড়ে সকলকে থ্যাংক ইউ জানাতে লক্ষ্য করা যায়। তারা তবে এইসবের পর এই ফলাফল নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে একজন লিখেছেন, ‘কালকের ফলাফল সত্যি মেনে নেওয়া যায় না। ম্যাচ ফিক্সিংয়ের থেকেও এটা জঘন্য।’