Best 5 Star Hotel : এই ৫টি হোটেল দেশের সেরা, তবে ভাড়া ফ্ল্যাটের ডাউন পেমেন্টের সমান

Best 5 Star Hotel : পায়ের তলায় সর্ষে নিয়ে জন্মগ্রহণ করা মানুষজন ঘুরতে যাওয়ার নানান বাহানা খুঁজতে থাকেন। নানান শ্রেণীর মানুষ নানান ভাবে নিজেদের ট্রিপ প্ল্যান করে থাকেন। কেউ খোঁজেন বাজেট ফ্রেন্ডলি ট্রিপ প্ল্যান। কেউ আবার ঘুরতে গিয়ে থাকতে পছন্দ করেন আলিশান ভাবে। কেউ খরচ করতে চান ঘোরার জন্য। কেউ আবার ঘুরতে গিয়ে একটু আলিশান জীবন যাপনের মধ্যে দিয়ে সময় কাটাতে ভালোবাসেন।

আপনিও যদি ঘুরতে গিয়ে আলিশান জীবনযাপন করতে ভালোবাসেন, তাহলে খোঁজ রাখতে পারেন এই কয়েকটি হোটেলের। এই হোটেলগুলির জীবন যাপন আপনাকে অনেকটা রাজাদের স্বাদ এনে দেবে। তবে পকেট থেকে খসবে বেশ ভালো মানের টাকা পয়সাও। দেশের জনপ্রিয় বিভিন্ন জায়গা গুলিতে রয়েছে এমনই কিছু হোটেল। যার নাম শুনলেই খরচের পরিমাণ কিছুটা আন্দাজ করতে পারবেন। এই সমস্ত হোটেল গুলিতে এক রাত কাটানোর জন্য আপনার খরচ হতে পারে ১৫ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত।

আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে তেমন কিছু হোটেলের সুলুক সন্ধান

হায়দ্রাবাদের তাজ ফলকনুমা
এই হোটেলে থাকলে আপনি উপভোগ করতে পারবেন রাজকীয় স্বাদ। হোটেলের বাইরের সাজসজ্জা এবং অন্দরসজ্জা দেখলেই আপনার দু’চোখ জুড়িয়ে যাবে। একই সঙ্গে আন্দাজ করতে পারবেন খরচের পরিমাণ। এই হোটেলে এক রাত থাকতে আপনার খরচ হবে চব্বিশ হাজার থেকে চার লক্ষ টাকা পর্যন্ত।

তাজ লেক প্যালেস, উদয়পুর
পর্যটকদের জন্য সবসময়ই জনপ্রিয় উদয়পুরে রয়েছে একাধিক বিলাসবহুল হোটেল। তার মধ্যে অন্যতম তাজ লেক প্যালেস। পাহাড়ি এলাকায় অবস্থিত এই হোটেলটিতে কিছু সময় কাটানোর অভিজ্ঞতা হবে অনবদ্য। এই হোটেলের ভাড়া শুরু ১৭ হাজার টাকা থেকে।

উমেশ ভবন প্রাসাদ, যোধপুর
রাজস্থানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম যোধপুর। আর যোধপুরে ঘুরতে গিয়ে আপনার বিলাসবহুল জীবনের গন্তব্য হতে পারে উমেশ ভবন প্রাসাদ। এই হোটেলের সাজ-সজ্জা এবং পরিষেবা যে কাউকেই আকৃষ্ট করে। এই হোটেলের ভাড়া শুরু ২১০০০০ থেকে। সর্বোচ্চ ভাড়া ৪ লক্ষ টাকা পর্যন্ত।

লীলা প্রাসাদ, দিল্লি
রাজধানী দিল্লিও সেরা হোটেলগুলি অন্যতম ভান্ডার। এখানে অনেক নামী দামি হোটেল। এগুলির মধ্যে লীলা প্রাসাদের এক রাত থাকার জন্য খরচ শুরু হয় ১১ হাজার থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত।

রামবাগ প্যালেস, জয়পুর
রাজস্থানের আরেকটি শহর হল জয়পুর। এখানে থাকলেও বেশ রাজা রাজা অনুভূতি হয়। কারণ, এখানকার রামবাগ প্যালেস। এখানে এক রাত থাকার ভাড়া ২৪ হাজার থেকে ৪ লক্ষ টাকা।