সৌরভের বীরভূম সফর স্থগিত! ফের কবে আসবেন জানিয়ে দিলেন

মঞ্চ তৈরি, সাজানো-গোছানোর কাজও শেষ মুহূর্তে। তবে সমস্ত কাজ যখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে, যখন জেলার মানুষেরা মুখিয়ে রয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলির সাক্ষাৎ পেতে, ঠিক সেই সময় খবর এসে পৌঁছালো, ১৬ তারিখ তিনি আসছেন না।

বোলপুর পৌরসভার উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৬ মে শুক্রবার বোলপুরে আসার কথা ছিল সৌরভ গাঙ্গুলীর। বোলপুর স্টেডিয়াম মাঠে দুপুর তিনটের সময় তিনি উপস্থিত হবেন এমনটাই জানানো হয়েছিল।

আরও পড়ুন: ‘সেনাদের জন্যও হতে পারে’, হঠাৎ কি হল অনুব্রতর! কিসের কথা বললেন!

আর সেই মতো স্টেডিয়াম মাঠ সাজানো থেকে শুরু করে শহরের আনাচে-কানাচে ফ্লেক্স, পোস্টার, ফেস্টুন, বড় বড় গেট সবকিছুই লাগানো হয়েছে। কিন্তু এই সমস্ত কিছু হয়ে যাওয়ার মধ্যেই সৌরভ গাঙ্গুলী এদিন আসতে পারবেন না বলে জানিয়েছেন।

তবে শুক্রবার তিনি আসতে না পারলেও রবিবার অর্থাৎ ১৮ মে ওই একই জায়গায় তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন একটি ভিডিও বার্তায়। এছাড়াও তিনি আসতে না পারার কারণ হিসাবে নিজের শারীরিক অসুস্থতাকে উল্লেখ করেছেন।