ক্রিকেট দুনিয়ায় বড় রদবদল সামনে এলো। ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে ICC এর দায়িত্ব দেওয়া হল। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে ICC এর পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে।
পাশাপাশি এই কমিটির আর এক সদস্য হিসেবে তারই সতীর্থ টিম ইন্ডিয়ার আর একজন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকেও নির্বাচন করা হয়েছে। রবিবার এই পুনর্নিয়োগের বিষয়টি ICC এর তরফে ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব সামলেছেন সৌরভ। এরপর ২০২১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমবারের জন্য ICC এর পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তারপর মোট ৩ বছরের মেয়াদ শেষে পদত্যাগ করেছিলেন তিনি। অনিল কুম্বলে এই পদের দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে।
যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ই শুধু নন, এই কমিটিতে জায়গা করে নিয়েছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় নাম রয়েছে আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটার ডেসমন্ড হেইনস, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট এর।