BCCI-এর দরজা বন্ধ হয়েছে সৌরভের, নিতে পারেন এই ৩ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদ থেকে সৌরভের বিদায় নিশ্চিত। এই ঘটনা কম নাটকীয় নয়। খুব তাড়াতাড়ি সৌরভের জায়গায় বসতে চলেছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি। তিন বছর সৌরভ এই পদে ছিলেন এবং আরও একটি কার্যকাল তিনি চেয়েছিলেন। যদিও অন্যান্য সদস্যরা তার প্রস্তাবের বিরোধিতা করেন।

বোর্ডের অধিকাংশ সদস্যদের বিরোধিতার ফলেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআইয়ের সভাপতি পদ ছেড়ে দিতে হচ্ছে। তার এই পদ ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এখন জোর চর্চা শুরু হয়েছে দেশে, বিশেষ করে বাংলায়। বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর দাদা কি পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে যে যার নিজের মতো অনুমান শুরু করেছেন। তবে এই সকল অনুমানের মধ্যেই ৩টি পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ তিনি নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

১) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোন ক্ষেত্রে প্রত্যাবর্তন হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০২০ সালে এই লীগের ১৩ তম বর্ষে তাকে দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালস-এর পরামর্শদাতা হিসেবে। সেই সময়ই এই ফ্রাঞ্চাইজির প্রধান কোচ রিকি পন্টিং-এর সঙ্গে হাত মিলিয়ে তিনি কাজ শুরু করেন। তবে পরে বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সেই পদ তাকে ছাড়তে হয়। এক্ষেত্রে ফের তিনি যদি এই ফ্রাঞ্চাইজির কোন এক পদে আসেন তাহলে অবাক হওয়ার কিছু নেই।

২) বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কম রাজনীতি হয়নি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বিজেপির বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন এই পদক্ষেপ নিয়ে। আবার বিজেপির তরফ থেকেও একাধিকবার ইঙ্গিত দেওয়া হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরও বড় দায়িত্ব পালন নিয়ে। এই পরিস্থিতির দিকে তাকিয়ে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক মধুর তা নিয়ে কোন সন্দেহ নেই। আবার অমিত শাহ পুত্র জয় শাহর সঙ্গেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভালো সম্পর্ক নিয়ে কোন সন্দেহ নেই। ফলে রাজনীতিতে পা রাখার একটি সম্ভাবনা থেকেই যায়।

৩) বিসিসিআই পদ থেকে সরে যাওয়া নিয়ে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল আইসিসি প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে নামতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসির সভাপতি পদে মনোনয়নের জন্য হাতে সময় রয়েছে ২০ অক্টোবর পর্যন্ত। তবে এই সম্ভাবনা কম বলে মনে করা হলেও একেবারেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের কোন বড় বিজনেস প্ল্যান নিয়েও পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে মনে করা হচ্ছে।