কালী পুজোয় শিয়ালদা থেকে একগুচ্ছ বাড়তি লোকাল ট্রেন, রইলো সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে গণপরিবহনে আমজনতার ভিড় থাকে চোখে পড়ার মতো। এই সকল সময় গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবার উপর অতিরিক্ত চাপ পড়ে। সেই কথা মাথায় রেখেই শিয়ালদা থেকে একগুচ্ছ বাড়তি লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হল।

শিয়ালদা থেকে ডানকুনি চলবে একজোড়া বাড়তি লোকাল ট্রেন। রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে অতিরিক্ত ট্রেন।

পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা থেকে বারাসাত একজোড়া বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১২ টা ১০ মিনিট শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে। রাত ১ টা ১০ মিনিট বারাসত থেকে ছাড়বে একটি লোকাল ট্রেন।

বাড়তি একজোড়া লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদা থেকে রানাঘাট শাখায়।। রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ট্রেন ছাড়বে। রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে লোকাল ট্রেন।

একজোড়া বাড়তি লোকাল ট্রেন শিয়ালদা থেকে বারুইপুর রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রাত ১২ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুর থেকে অতিরিক্ত লোকাল ট্রেন ছাড়ার সময় রাত ১ টা ২৫ মিনিট। এর পাশাপাশি এই রুটে একটি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লোকাল ট্রেনটি সোমবার এবং মঙ্গলবার শিয়ালদা থেকে বিকেল ৫ টা ৩৫ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

উৎসবের মরশুমে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে হাওড়া, শিয়ালদা বিভিন্ন শাখায় এই ধরনের বাড়তি ট্রেনের ঘোষণা করা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবারও দীপাবলীর সময় পূর্ব রেলের তরফ থেকে এইরকম একাধিক বাড়তি ট্রেনের ঘোষণা করা হয়েছে।