পুলিশে সঙ্গে দুর্ব্যবহার নয়, অন্য ধর্মের মানুষদের সঙ্গে দুর্ব্যবহার নয়! ওয়াকফ আইনের বিরোধিতা নিয়ে বিশেষ বার্তা আনিসুর রহমানের

লাল্টু: ওয়াকফ আইনের প্রতিবাদে বীরভূমের পারুইয়ে মহা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করল বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের পারুই ব্লক জমিয়ত। এদিন শান্তিপূর্ণভাবেই ওয়াকফ আইনের প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমান সহ কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ। প্রতিবাদ মিছিলে প্রত্যেকের হাতে প্লাকার্ড, পোস্টার ও পতাকা ছিল।

বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি আনিসুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন বলেন, আমাদের লড়াই ও আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে। আমি যুবক ভাইদের বলব কখনোই কারোর প্ররোচনায় পা দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করবে না। কারোর কোন বিধর্মী ভাইয়ের বাড়িতে আগুন জ্বালাবে না। কাউকে হত্যা করবে না। অগ্নি সংযোগ করবে না। তাহলে আমাদের আন্দোলনের মুখ ঘুরে যাবে। এ জন্য বলবো আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে এ লড়াই চলছে চলবে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে চলবে। পাশাপাশি তিনি প্রশংসা করেন পুলিশেরও।