সিউড়ি-অন্ডাল, মেমারি-হাওড়া রুটে বিশেষ ট্রেন, টাইম টেবিল জানাল রেল

নিজস্ব প্রতিবেদন : হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান মেন শাখায় চলছে কাজ। শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত তৃতীয় লাইন তৈরি করার কাজ চলার কারণে ধাপে ধাপে বাতিল ৫৮ টির বেশি ট্রেন। এই পরিস্থিতিতে কম-বেশি প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন। সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।

যাত্রী অসুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে হাওড়া থেকে মেমারি এবং অন্ডাল থেকে সিউড়ি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া মেমারি বিশেষ ট্রেনগুলি আগামী সাতদিন চলবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে অন্ডাল সিউড়ি স্পেশাল ট্রেন চলবে হুল এক্সপ্রেস না খোলা পর্যন্ত।

হাওড়া থেকে মেমারি যে সকল স্পেশাল ট্রেন চলবে সেগুলির টাইম যথাক্রমে ৫টা ২৭, ৬টা ৫৮. ১০টা ০৫, ১১টা ২৫. দুপুর ২টো ২০, ২টো ৫৫, ৩টে ৩০, বিকেল ৫টা ৫ এবং রাত ৮টা ২০ মিনিটে। মেমারি স্টেশন থেকে হাওড়ার দিকে ট্রেনগুলি রওনার দেওয়ার সময় যথাক্রমে ৬টা ১০, ৭টা ১৫, ৮টা ৫০, দুপুর ১২টা, ১টা ২০, বিকেল ৪টে ২০, ৪ টে ৫০, ৫ টা ২০, সন্ধ্যে সাড়ে ৭টা এবং রাত ৯টা ৪৫ মিনিট।

অন্যদিকে অন্ডাল থেকে সিউড়ি একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে যতদিন হুল এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনগুলি বাতিল থাকবে ততদিন এই বিশেষ ট্রেনটি অন্ডাল থেকে ছাড়বে দুপুর ১২ঃ০০ টায়। অন্যদিকে এই ট্রেনটি সিউড়ি থেকে অন্ডালের দিকে রওনা দেবে দুপুর ২ টার সময়।

শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত তৃতীয় লাইন তৈরি করার কাজ চলাকালীন একের পর এক এক্সপ্রেস ট্রেন বাতিল থাকার কারণে বিভিন্ন জায়গার সঙ্গে শহর ও শহরতলীর যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই সকল বিশেষ ট্রেন কিছুটা হলেও সুরাহা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।