‘চুরি নয়, এতো ডাকাতি’, ইচ্ছে নদী সিরিয়ালের গল্প ঝেঁপে পুতুল, হায় রে

যত দিন যাচ্ছে সিরিয়ালের (mega serial) চাহিদা তত বাড়ছে। সেই কারণে কয়দিন বাদে বাদেই নতুন নতুন সব সিরিয়াল শুরু হচ্ছে। সিরিয়াল নিয়ে এক চ্যানেলের সঙ্গে অন্য চ্যানেলের লড়াই হয়ে থাকে, তবে এবার স্টার জলসার সিরিয়াল নকল করল জি বাংলা? ইচ্ছেনদী সিরিয়ালের কপি-পেস্ট হল ইচ্ছেপুতুল সিরিয়াল।

জি বাংলা ও স্টার জলসা দুটোই ভীষণ জনপ্রিয় চ্যানেল। এই দুই চ্যানেলের মধ্যে প্রতি সপ্তাহেই সিরিয়ালের (mega serial) টিআরপি বাড়ানোর লড়াই চলে। এই দুটো চ্যানেলেই বেশ কয়েক মাস ধরে নতুন নতুন সব সিরিয়ালের আগমন ঘটছে। সম্প্রতি জি বাংলায় আসতে চলেছে এক নতুন সিরিয়াল যার নাম ইচ্ছেপুতুল। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র।

এই সিরিয়ালে (Megha serial) মৈনাক বন্দ্যোপাধ্যায় কলেজের প্রফেসরের চরিত্রে অভিনয় করছেন এবং তিতিক্ষা হলো বড় বোন ও শ্বেতা হল ছোটো বোন। এক কথায় এই সিরিয়ালটি হল ত্রিকোণ প্রেমের গল্প। দুদিন আগেই এই সিরিয়ালের প্রমো দেখানো হয়েছে জি বাংলা চ্যানেলের কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানে দেখা যায় বড় বোনের জন্মদিনে তার কলেজের প্রফেসর এসেছেন সেই প্রফেসরকে দেখে ছোট বোনের পছন্দ হয়ে যায়।

শুধু তাই নয় ছোট বোনের সব জিনিসই কেড়ে নেয় বড় বোন। কিন্তু ছোট বোনকে ছাড়া বড় বোন বাঁচবে না কারণ প্রমো দেখলেই বোঝা যায় যে বড় বোন থ্যালাসেমিয়া বা অন্য কোন রোগে আক্রান্ত। বড় বোন রক্ত না দিলে ছোটবোনকে বাঁচানো সম্ভব নয়। সিরিয়ালের এই প্রমো দেখেই চটে গেল নেটিজেনরা। এ যেন একেবারেই স্টার জলসা চ্যানেলের ইচ্ছেনদী সিরিয়ালের কপি। এই সিরিয়ালেও ত্রিকোণ প্রেমের গল্প দেখা গিয়েছিল।

শুধু তাই নয়, এমনকি ইচ্ছেনদী সিরিয়ালে (mega serial) ছোট বোনের নাম ছিল মেঘলা এবং ইচ্ছে পুতুল সিরিয়ালে ছোট বোনের নাম দেখানো হয়েছে মেঘ। সোশ্যাল মিডিয়ায় এই প্রমো পোস্ট করার পরেই একজন কমেন্ট করেন, ‘এতদিন জানতাম প্লট চুরি হয়, কিন্তু এ তো দেখছি পুরো ডাকাতি। সিরিয়ালের নামে এমন মিল। এমনকি কেন্দ্রীয় চরিত্রের নামটাও ঝেপে দিয়েছে।’ একজন আবার লিখেছেন, ‘ব্যস ইচ্ছেনদীকে কপি মেরে দিল।’ অন্য আরেকজন আবার লিখেছেন যে, ‘ইচ্ছেনদী টু নাম দিলেই তো হতো, ইচ্ছেপুতুল দেওয়ার কি দরকার ছিল আবার!’