টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তবে সুন্দরী এই অভিনেত্রীকে তার একাধিক বিবাহের কারণে নানান সময়ে পড়তে হয় দর্শকদের ট্রোলের মুখে। আর এবার নতুন করে আবার তার বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে। বিবাহ বিচ্ছেদে সিলমোহর পড়লো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। গত ৯ এপ্রিল আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের তরফে।
তারই মধ্যে এমন খবর রটেছিল যে শ্রাবন্তী নাকি রোশনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ খোরপোশ হিসেবে দাবি করেছেন। তবে শ্যামল মণ্ডলের তরফে দ্য ওয়াল নামক সংবাদ মাধ্যমে জানানো হয়, “মিউচুয়াল বিচ্ছেদ হয়েছে তাদের। দুই পক্ষের কেউই খোরপোশ দাবি করেননি। যে খবর ছড়িয়েছে তা গুজব ছাড়া আর কিছু নয়।”
আরও পড়ুন: Kankalitala: চৈত্র সংক্রান্তিতেই কেন কঙ্কালীতলায় মায়ের বাৎসরিক পুজো হয়
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যাক্তিগত জীবনকে নিয়ে কাটাছেঁড়া করতে সবসময়েই ব্যস্ত থাকে নেট দুনিয়া। তার তৃতীয় স্বামী ছিলেন রোশন সিং। ছোট বয়সে প্রেমে পড়েছিলেন টলিপাড়ার পরিচালক রাজীব বিশ্বাসের। তারপর সেই প্রেমের সম্পর্ক পরিণতি পায়। একে অপরকে বিয়ে করেন তারা। তবে তাদের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে বেশ কয়েক বছর পরেই।
এরপর আবারও বিয়ের পিরিতে বসেছিলেন অভিনেত্রী।দ্বিতীয়বার ব্রজ নামক মডেলের সঙ্গে বিবাহের সম্পর্কে আবদ্ধ হন
তিনি। যদিও সেই বিয়েও দীর্ঘায়িত হয়নি। কিছু বছরের মধ্যে তাও ভেঙে যায়। এরপর ২০২০ সালে রোশন ও শ্রাবন্তীর বিবাহে সিলমোহর পড়ে। তৃতীয়জনকে ভালবেসেই বিয়ে করেছিলেন তিনি। তবে আবারও কিছু বছর গড়াতেই সম্পর্কে চির ধরে তাদের। বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে উঠে এসেছিল একাধিক কারণ। যদিও দুজনেই এবিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।
এরপর নতুন সম্পর্কে আবদ্ধ হতে দেখা গিয়েছিল রোশনকে। অপরদিকে শ্রাবন্তী তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই ভ্যালেন্টাইন্স ডে’তেই মুক্তি পেয়েছিল জিতু ও শ্রাবন্তী অভিনীত বাবু সোনা সিনেমাটি। যদিও ছবিটি দর্শকদের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। তবে আবার নতুন কাজে হাত দিয়েছেন শ্রাবন্তী। এই গরমের ছুটিতেই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘আমার বস’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ-নন্দিতা।