মাধ্যমিকে ৬৮৮ নম্বর পেয়ে বীরভূম থেকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল শ্রীজয়ী ঘোষ। শ্রীজয়ী ঘোষ আগামী দিনে মেডিকেল সাইন্স নিয়ে পড়াশুনা করার ইচ্ছে প্রকাশ করেছে। শ্রীজয়ী বোলপুরের নব-নালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী। পড়াশুনার প্রতি তার ছোট থেকেই আলাদা আকর্ষণ। ভালো রেজাল্ট হবে এমনটা প্রথম থেকেই আশা ছিল, তবে এইভাবে রাজ্যে অষ্টম স্থান অধিকার করে ফেলবে তা তার কাছে একেবারেই অবিশ্বাস্য। শ্রীজয়ী কি জানাচ্ছে চলুন শুনে নেওয়া যাক।
শ্রীজয়ির বাবা বিশ্বরূপ ঘোষ একজন স্কুল শিক্ষক। তিনি তার মেয়ের এমন সাফল্যে আনন্দে আত্মহারা এমনটাই স্বাভাবিক। তবে এর পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন, অন্যান্যরাও কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তা নিয়ে।