T-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ‘মওকা মওকা’, রিলিজ হলো নতুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তার পরেই শুরু হতে চলেছে T-20 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আগের মতই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ দেখা যাবে। ইতিমধ্যেই এই দুই দেশের ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। আর সেই উন্মাদনাকে আরও একটু বাড়িয়ে তুলতে হাজির ‘মওকা মওকা’ ভিডিও।

বিশ্বকাপের এই টি-টোয়েন্টি ম্যাচের আগে এই ভিডিও নেট দুনিয়ায় আসতেই তা নতুন করে ভাইরাল হয়ে পড়ে। এই ভিডিওর বিষয়বস্তু একই হলেও সম্পূর্ণ নতুনভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই পুরানো বিষয়কে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানোর পরিপ্রেক্ষিতে তা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

এই ভিডিওটি নেট দুনিয়ায় আপলোড হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মদনা শুরু হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বইছে মিমের বন্যা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রয়েছে কোয়ালিফাইং রাউন্ড। তার পরেই রয়েছে মূল পর্বের খেলা। মূল পর্বের খেলায় ভারতের প্রথম খেলায় রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেই খেলা হবে আগামী ২৪ অক্টোবর।

ভারত পাকিস্তানের যে কোন ম্যাচের আগে এই ‘মওকা মওকা’ ভিডিও প্রথম প্রকাশ্যে আসে ২০১৫ সালের বিশ্বকাপের সময়। এই ভিডিও রিলিজ হওয়ার মূলে রয়েছে, ওয়ানডে হোক অথবা টি-টোয়েন্টি কোন বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারত পাকিস্তান পরপর পাঁচবার মুখোমুখি হয়েছে। প্রতিটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে ‘মওকা মওকা’ ভিডিওটি রিলিজ করা হয়েছে বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক একটি শোরুমে গিয়েছেন টিভি কেনার জন্য। আর ওই দোকানের মালিক (ভারতীয় ক্রিকেট দলের সমর্থক) তাকে নিয়ে মজা শুরু করে দেন। দোকান থেকে তাকে অফার দেওয়া হয় ‘একটি টিভি ভাঙলে আরেকটি ফ্রী’।

আসলে ক্রিকেটে ভারতের কাছে হারলেই ওই পাকিস্তান দলের সমর্থককে দেখা যায় টিভি ভাঙতে। তবে শুধু ওই সমর্থকই নন, সোশ্যাল মিডিয়ায় এমন অজস্র ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে পাকিস্তানি সমর্থকদের লক্ষ্য করা গিয়েছে ভারতের কাছে হারলেই টিভি ভেঙ্গে চুরমার করে দিতে। আর এবারের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এমন একটি মশকরা ভরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে পড়ে।