‘মানুষ নন, ভগবান’, বীরভূমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি!

নিজস্ব প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) এখন ন্যায় প্রার্থীদের কাছে ভগবান হয়ে উঠেছেন। মাত্র কয়েক মাসের মধ্যে যেভাবে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি একের পর এক রায় দিয়েছেন তা ভারতের আইন ব্যবস্থায় চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু ন্যায় প্রার্থীরা নন, এমনটা মনে করছেন বিশিষ্টজনেরাও।

তবে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলার দুটি মামলা তার এজ্লাস থেকে সরে যায়। এই ঘটনার পর থেকে তিনি চর্চায় রয়েছেন। চর্চায় থাকলেও তিনি তার কাজে অবিচল থাকবেন এবং আগামী দিনেও নিজের স্টাইলেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীদের একাংশের মন খারাপ হয়ে পড়েছে। অনুরাগীদের এই মন খারাপের সময়েই ভালো খবর দিল বীরভূম।

বীরভূমের বোলপুরের একটি ভাস্কর্য কর্মশালায় স্থান পেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দেখে সেই আবক্ষ মূর্তি তৈরি করার কাজ চলছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন প্রতিবাদী মুখ আর তার এইভাবে প্রতিবাদী মুখ হয়ে ওঠার কারণেই এমন মূর্তি তৈরি বলে জানিয়েছেন শিল্পী।

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুদিনের জন্য ভাস্কর্য কর্মশালার আয়োজন করা হয়েছে আর সেই কর্মশালাতেই এমন মূর্তি তৈরি করছেন শিল্পী ঝুলন মেহেতরি। শিল্পী ঝুলন মেহেতরি দুবরাজপুরের কবিরাজ পাড়ার বাসিন্দার, তবে গত ১৫ বছর ধরে তিনি বোলপুরে জামবুনিতে বসবাস করছেন। বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি৷ মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের ভাস্কর্য কর্মশালা। এই কর্মশালায় জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে তার অবয়ব নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছেন শিল্পীরা৷

ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী জানিয়েছেন, “লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা৷ বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি। মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে৷ যেহেতু এই মুহুর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাই তাঁর মুর্তিও এই কর্মশালায় রয়েছে।”