14 no Natinal Highway: পাথর-বালির ওভারলোড গাড়ি! নষ্ট করছে ১৪ নং জাতীয় সড়ক, অভিযোগ ঘিরে তোলপাড়

14 no Natinal Highway: রাণীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। বিশেষ করে সিউড়ি আবদারপুর থেকে তিলপাড়া ব্যারেজ পর্যন্ত অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ আর ধুলোবালি মিশে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। প্রতিদিন শত শত ট্রাক, লরি ও ডাম্পার পাথর বোঝাই করে এই পথে চলাচল করছে, যার ফলে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে।

ছোট গাড়ি কিংবা টোটো চালকদের জন্য এই পথ (14 no Natinal Highway) এখন সবচেয়ে বড় দুর্ভোগ। প্রায়ই যাত্রী নামিয়ে গাড়ি টেনে তোলা বা গর্ত এড়িয়ে ঘুরপথে যেতে হচ্ছে। এমনই দুর্ভোগের কথা জানান এক টোটোচালক।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি (14 no Natinal Highway) সংস্কারের দাবি জানালেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হোক। নইলে প্রতিদিন প্রাণহানি ও দুর্ভোগের ঘটনা বাড়তেই থাকবে।