শর্টকাট খোঁজার লক্ষ্যে মেন রোড ছেড়ে দিন দিন সিউড়ি শহরের বিভিন্ন রাস্তায় বাড়ছে বালি পাথরের ডাম্পারের দৌরাত্ম। এমন পরিস্থিতিতে রাত হলেই সাধারণ মানুষদের যাতায়াত রীতিমতো ভয়ংকর হয়ে দাঁড়ায়। আটকে পড়ে সাধারণ যানবাহন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ইত্যাদি। সেই ঘটনায় ঘটতে দেখা গেল বৃহস্পতিবার রাতে আর এর প্রতিবাদ করে রীতিমতো ডাম্পার চালকদের ধুয়ে দিলেন মৌমাছি ক্লাবের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে সিউড়ি শহর দিয়ে বালি ও পাথরের ডাম্পার গাড়ি পার হচ্ছিল মৌমাছি মোড় দিয়ে। এমন সময় একটি অ্যাম্বুলেন্স আটকে যায়। আর তারপরেই রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্লাবের সদস্যরা। তারা সেখানে ডাম্পার গুলিকে আটকে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িগুলিকে ছেড়ে দেয়।
আরও পড়ুনঃ মোমো, রেশমি কাবাব, চা, কফি, ফুচকা…! কলেজ তো নয়, যেন ফুড হাব! হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে এলাহি আয়োজন
১৪ নম্বর জাতীয় সড়ক থেকে এস এইচ ৬ হয়ে শর্টকাট খোঁজার জন্য গাড়ি চালকরা একের পল্লী মোড় থেকে মৌমাছি মোড় হয়ে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা ধরে। এই রাস্তাটি মেইন রোড নয় বলেই দাবি ক্লাব কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষদের। কিন্তু তারপরেও সামান্য পথ বাঁচাতে দিনের পর দিন রাত হলেই এই রাস্তায় বাড়ছে ডাম্পারের দৌরাত্ম। ক্লাস সদস্য এবং এলাকার মানুষেরা জানিয়েছেন, প্রশাসনকে বারবার জানিয়েও কোন সুরাহা না হওয়ার পরিপ্রেক্ষিতে আজ যখন তারা দেখেন অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে তখন আর থাকতে না পেরে প্রতিবাদে নামেন। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে তারা আরো কঠিন পদক্ষেপ নেবেন।
