‘চলছে মেলা খেলা, স্কুল কেন বন্ধ’, স্কুল খোলার দাবিতে সরব খোদ অভিভাবকরা

রায়হান রেজা : করোনাকালে দীর্ঘ সময় স্কুল কলেজ সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এরপর গতবছর নভেম্বর মাসের ১৬ তারিখ পুনরায় স্কুল কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পুনরায় খোলা হলেও করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তা পুনরায় বন্ধ হয়ে যায়।

অন্যদিকে সম্প্রতি ১৫-১৮ বছর বয়সীদের শুরু হয়েছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ৫০% ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এসবের মাঝেই এবার স্কুল খোলার দাবি তুললেন অভিভাবকরা। তাদের দাবি, মেলা, খেলা, দোকানপাট, বাজার ঘাট সবই খোলা রয়েছে, তাহলে কেন কেবলমাত্র স্কুলই বন্ধ থাকবে?

পুনরায় স্কুল খোলার দাবি নিয়ে অভিভাবকরা শনিবার সরব হয়েছেন বীরভূমের রাজগ্রামে। এদিন এই এলাকার রাজগ্রাম মহামায়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা এমন দাবি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাজির হন।

ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক আলী আসগর থেকে গোবিন্দলাল বিশ্বাস প্রত্যেকেই দাবি করেছেন, “সবকিছুই যখন খোলা রয়েছে তখন স্কুলটাকে বন্ধ রেখে লাভ কি? ফাঁকা মাঠে মেলা করার অনুমতি দেওয়া হচ্ছে তাহলে ফাঁকা মাঠে ক্লাস করানোর অনুমতি কেন দেওয়া হচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখলাম ফাঁকা মাঠে ক্লাস করানো হচ্ছে। সব কিছু খোলা থাকলেও স্কুল বন্ধ রাখা ঠিক হচ্ছে না। আমরা অভিভাবকরা প্রত্যেককেই সরকারের কাছে অনুরোধ করছি যেন স্কুল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়।”

অভিভাবকদের এই দাবি-দাওয়া নিয়ে রাজগ্রাম মহামায়া হাইস্কুলের প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ ব্যানার্জি জানিয়েছেন, “আমরা স্কুল খোলার জন্য প্রস্তুত। কিন্তু সরকারি অনুমতি না পাওয়া পর্যন্ত তো আর আমরা স্কুল খুলতে পারি না। সরকার অনুমতি দিলেই তৎক্ষণাৎ খুলে দেওয়া হবে পড়ুয়াদের জন্য স্কুলের দরজা।”

ইতিমধ্যেই পুনরায় স্কুল খোলার দাবিতে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের তরফ থেকে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। তবে অভিভাবকরা নিজেরাই যেভাবে স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন তা একপ্রকার নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।