টুকলি রুখতে আজব দাওয়াই! পড়ুয়াদের মাথা ঢেকে দেওয়া হল কার্ডবোর্ডে বাক্সে

নিজস্ব প্রতিবেদন : পরীক্ষা কেন্দ্র নাকি রোবটের কারখানা! বেঞ্চে সারি দিয়ে বসে পড়ুয়ারা পরীক্ষা দেওয়ার জন্য লিখছে। সকলেই লিখতে ব্যস্ত, কিন্তু তাদের মাথায় রয়েছে কার্ডবোর্ডের বাক্স। যাতে করে কেউ আড়ি চোখে পাশের জন কি লিখছে তাতে নজর দিতে না। টোকাটুকি রুখতে পরীক্ষাকেন্দ্রে এমনই বিতর্কিত পন্থা বেছে নিতে দেখা গেল ভারতের একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে। যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে বিতর্কের ঝড়।

পরীক্ষাকেন্দ্রে টুকলি দেখতে এর আগে আমরা অনেক পন্থায় দেখেছি যা গ্রহণ করেছেন শিক্ষকরা। কিন্তু এহেন পদক্ষেপ নজিরবিহীন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের একটি কলেজে। কলেজ কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা যাতে অপরের খাতা দেখতে না পাই, একে অপরের সাথে প্রশ্ন উত্তর নিয়ে বোঝাপড়া করতে না পারে সে কারণেই এমন অভিনব পদক্ষেপ। তবে পদক্ষেপ যতই অভিনব হোক না কেন, ঘটনার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে শিক্ষা দফতরের কর্তারা। এমনকি হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কর্ণাটকের হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের মিড টার্ম রসায়ন পরীক্ষা চলাকালীন এমন ঘটনা ঘটানো হয়েছে। বাক্সের সামনেই ছোট ছোট দুটি ছোট করে রাখা হয়েছে যাতে করে পরীক্ষার্থী কেবলমাত্র নিজের খাতা দেখতে পান। পরে এই ঘটনা জানাজানি হতে তড়িঘড়ি ওই কলেজে এমন নক্কারজনক ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার কর্ণাটকের শিক্ষামন্ত্রী এস. সুরেশ কুমার এই ঘটনার প্রসঙ্গে বলেন কোনওভাবেই সমর্থন করা যায় না। কলেজ কর্তৃপক্ষকে তিনি ভর্ৎসনা করেন। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে। এই অধিকার কারোর নেই। এমন অন‌্যায়ের বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা নেওয়া হবে।”