লাল্টু: খুদে ক্রিকেটার হিসাবে বীরভূমের নতুন গর্ব সুবর্ণ দে। সুবর্ণ দে ক্রিকেট ময়দানে নতুন করে বীরভূমের মুখ উজ্জ্বল করেছে। তার এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে সে সরাসরি মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে পেয়েছে পুরস্কার।
বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খুদে সুবর্ণ দে। একজন ক্রিকেটার হিসাবে ছোট থেকেই সে নিজের দুর্দান্ত পারফরমেন্স সকলের সামনে তুলে ধরতে সমর্থ হয়েছে। তার দুর্দান্ত পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে তার ঝুলিতে আসে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার। আর সেই ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কারই সৌরভ গঙ্গোপাধ্যায় তার হাতে তুলে দেন।
আরও পড়ুন: বীরভূম থেকে গ্রেপ্তার ২ জ*ঙ্গি! জেলায় বসে চালাতেন এই সকল দেশবিরোধী কার্যকলাপ
গত সোমবার অম্বর রায় সাব জুনিয়র অনূর্ধ্ব ১৩ একদিনের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল এবং যে খেলায় মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। চ্যাম্পিয়ন মোহনবাগান দলেরই একজন ক্রিকেটার দুবরাজপুরের সুবর্ণ দে। সুবর্ণ দে শুধু মোহনবাগানের একজন সদস্য এমন নয়, তার পাশাপাশি ওই দিন তার বেটে ভর করেই চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ফাইনাল প্রতিযোগিতার দিন সুবর্ণ দে ১০৭ বলে ৬৬ রান করে। ফাইনাল ওই খেলাতেই উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার পেয়ে আপ্লুত সুবর্ণ। এর পাশাপাশি সে আগামী দিনে মোহনবাগানের একজন ওপেনার ব্যাটসম্যানের পাশাপাশি ভারতের জাতীয় দলে খেলার ইচ্ছে প্রকাশ করেছে। সুবর্ণর এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। পাশাপাশি এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর পৌরসভা তাকে সংবর্ধনা দেয়। এছাড়াও সংবর্ধনা দেওয়া হয় মোহনবাগান দলেরই আরেক সদস্য দুবরাজপুরের শ্রেষ্ঠা নায়ককে।