সারদা কর্তা সুদীপ্তর চিঠি প্রসঙ্গে CBI-কে সরাসরি অভিযোগ শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই সারদা-কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি ঘিরে নতুন করে সরগরম হয় চিটফান্ড কেলেঙ্কারি। আর এবার সেই চিঠি প্রসঙ্গে সরাসরি CBI-কে চিঠি লিখে অভিযোগ জানালেন সদ্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া শুভেন্দু অধিকারী। সিবিআইকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, প্রভাব খাটিয়ে এবং চাপ তৈরি করে সুদীপ্ত সেনকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিঠি লেখা হয়েছে। রাজ্যের মন্ত্রিত্ব ছাড়ার পরই সুদীপ্ত চিঠিতে তার নাম যুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

চলতি মাসের শুরুতেই সুদীপ্ত সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন। যে চিঠিতে তিনি অভিযোগ করেছেন রাজ্যের ৫ জন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন। যার মধ্যে নাম ছিল শুভেন্দু অধিকারীরও। আর এর পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী সরাসরি সিবিআইকে চিঠি লিখলেন।

চিঠিতে তিনি লিখেছেন, “সংবাদমাধ্যম থেকে জেনেছি সুদীপ্ত সেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তার অভিযোগ পাঁচজন রাজনীতিবিদকে তিনি টাকা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সিবিআই এবং রাজ্য পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি শঙ্কা প্রকাশ করেছেন এই সকল ব্যক্তিরা এখন বিজেপিতে যোগ দিচ্ছেন।”

এর পরেই তিনি লিখেছেন, “বিরোধীদলের রাজনীতিবিদদের সাথে আমার নামও রয়েছে। এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত চিঠিতে এমন সময় আমার নাম যোগ করা হলো যখন আমি রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছি। আমি ২৭ শে নভেম্বর ইস্তফা দিই। আর চিঠি লেখা হলো ১লা ডিসেম্বর।”

এর পাশাপাশি সেই চিঠির প্রতিলিপি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন সুদীপ্ত সেনের সেই চিঠির মধ্যে যথেষ্ট উপাদান রয়েছে বলে। যার পরেই শুভেন্দু অধিকারী জেল কর্তৃপক্ষ প্রভাব খাটাতে পারে সেই প্রসঙ্গ তুলে ধরেছেন।