বদলে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, দেখে নিন কত টাকা খরচ পড়বে আপনার জেলায়

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (Cooking Gas) এখন প্রতিটি মানুষের কাছেই খুবই প্রয়োজনীয় একটি জিনিসে পরিণত হয়েছে। যে কারণে রান্নার গ্যাস (LPG) সিলিন্ডারের দাম বাড়া অথবা কমার ক্ষেত্রে তা সমাজের বড় সংখ্যার মানুষের উপর প্রভাব ফেলে। অক্টোবর মাসের শুরুতে লক্ষ্য করা গিয়েছিল, কেন্দ্রের তরফ থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২০৩ টাকা বৃদ্ধি করে। সে সময় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ৪ অক্টোবর অর্থাৎ বুধবার হঠাৎ ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল আনা হলো।

এর আগে আগস্ট মাসের শেষের দিকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। আর এবার ফের ১০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হলো। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী নাগরিকরা উপকৃত হবেন। কেননা কেন্দ্রের তরফ থেকে ফের ১০০ টাকা বাড়তি ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের জন্য।

এর আগে কেন্দ্রের তরফ থেকে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের বাড়তি ২০০ টাকা ভর্তুকি দেওয়া হত। এখন এই ভর্তুকির পরিমাণ ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হলো। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা মোট ৫০০ টাকা (২০০+৩০০) ভর্তুকি পাবেন প্রতি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর।

আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের নতুন দাম : বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৪১ টাকা।

বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫২ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫২ টাকা।

আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৬ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫৬ টাকা।

কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০০১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৭০১ টাকা।

দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০০১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৭০১ টাকা।

দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৬ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫৬ টাকা।

হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫২ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫২ টাকা।

হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩০.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৩০.৫০ টাকা।

জলপাইগুড়িতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৬ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫৬ টাকা।

ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩০.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৩০.৫০ টাকা।

কালিম্পংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৫৮.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৭৫৮.৫০ টাকা।

কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬২৯ টাকা।

মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৭০০ টাকা।

মুর্শিদাবাদে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪৬.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৪৬.৫০ টাকা।

নদীয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৯.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬২৯.৫০ টাকা।

উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬২৯ টাকা।

পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪২.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৪২.৫০ টাকা।

পশ্চিম মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২১.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬২১.৫০ টাকা।

পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪২.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৪২.৫০ টাকা।

পুরুলিয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৮ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫৮ টাকা।

দক্ষিণ ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬২৯ টাকা।

উত্তর দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০০১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৭০১ টাকা।

পূর্ব মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০৫ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬০৫ টাকা।