মার্চ মাসের মধ্য সপ্তাহ থেকেই গরমের দাবদাহে নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। সবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এখনই কিছু জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে, এখনো গোটা বৈশাখ জ্যৈষ্ঠ অপেক্ষা করছে। এরই মাঝে চলতি বছরে গ্রীষ্মকালে চরম গরমের পরিস্থিতিতে নাজেহাল হতে পারে রাজ্য তথা দেশবাসী এমন তথ্যই প্রকাশ পেয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে আগের বছরের মত এই গ্রীষ্মকে এল নিনো বলা চলে না। এটিও স্পষ্ট করে জানানো হয়েছে।
মূলত বিশ্ব উষ্ণায়ন ও কম মাত্রার পশ্চিমী ঝঞ্ঝার ফল স্বরূপ চলতি বছর ভারত চরম গরমের জ্বালায় অতিষ্ঠ হতে চলেছে। উল্লেখ্য, বিগত বেশ কিছু বছর জুড়ে দেশবাসীকে গ্রীষ্মকালে মোট ৫ থেকে ৭ দিন তাপপ্রবাহের পরিস্থিতিতে নাজেহাল হতে হয়, সেখানে এই গ্রীষ্মে ১০-১১ দিন বেশি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়েই এই অসহ্য দাবদাহের পরিস্থিতি চলতে পারে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।
আরও পড়ুন: Cyclone Chances: এপ্রিলেই বঙ্গোপসাগরে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড়! কালো মেঘে ঢেকে যাবে গোটা আকাশ
বিশেষত ভারতের পূর্ব মধ্য অংশের মানুষকে সবচেয়ে বেশি গরমের জ্বালা সইতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই জায়গাগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল এবং গুজরাটের বেশ কিছু অংশ এই পূর্ব মধ্য ভারতের মধ্যে পড়ছে।
কাজেই বলা বাহুল্য, পূর্ব মধ্য ভারতের বুকে অবস্থিত এই জায়গাগুলিতে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এক ভয়াবহ পচা গরমের পরিস্থিতি তৈরি হতে চলেছে। যদিও বাংলার নাম এই খাতায় নেই। তাই অন্য রাজ্যগুলির তুলনায় সামান্য স্বস্তি পেলেও, তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না বাংলাও।আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী এবছর গ্রীষ্মে বৃষ্টিপাতের পরিমাণেও তেমন কোনও পরিবর্তন হবেনা,স্বাভাবিকভাবেই বৃষ্টি হবে। তাই গরমের জ্বালা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে রাজ্য তথা দেশবাসীর।