Summer Vacation Tour: প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গরমের ছুটিতে ঘুরে আসুন বাংলার এই অপূর্ব স্থাপত্য থেকে!কোথায় জানেন?

ভ্রমণপ্রেমীদের আবার শীত গ্রীষ্ম বর্ষা আছে নাকি! বছরের যেই সময়ে ক্যালেন্ডারে দুই-তিন দিন বাড়তি ছুটি দেখেন তখনই ব্যাগ পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন প্রকৃতির ডাকে সাড়া দিতে। আর সামনেই তো গরমের লম্বা ছুটি পড়তে চলেছে। তা এই ছুটিটা কী বাড়িতে বসেই কাটাবেন ভাবছেন? নাকি নতুন কোনও জায়গায় একটু ঢুঁ মেরে আসবেন ভাবছেন? এই প্রতিবেদনে রইলো এমন এক স্থাপত্য এর সন্ধান যা এবারের গরমের ছুটির গন্তব্য হতে পারে আপনার।

প্রখর গরমের দিনে পাশে দাঁড়িয়ে বহু ছোট বড় ভূমিরূপ। সূর্যের সোনালী রঙে যেন ঝলমল করছে বঙ্গের এই গ্র্যান্ড ক্যানিয়ন। বছরের যেকোনো সময় ঘুরে দেখতে পারেন অপরূপ প্রকৃতির কোলে অবস্থিত এই ভাস্কর্যটি। গরমের মরসুমে গেলে রোদের তাপ গায়ে লাগবে ঠিকই তবে প্রকৃতির নজরকারা এই সৌন্দর্য চোখ ভরে উপভোগ করতে পারবেন আপনি। পাশেই শান্ত ধারায় বয়ে চলেছে শিলাবতী নদী। যদিও এই গরমের মরসুমে জলের পরিমাণ বেশি থাকে না।

আরও পড়ুন: Railway News: ঐতিহাসিক নজির গড়ল ভারতীয় রেল! সুরঙ্গের মধ্যে দিয়ে ১১৯ কিমি ছুটবে ট্রেন, অতিক্রম করে ৯২৭টি সেতু ও ৩৬টি টানেল

তবে পাশেই মাথা উঁচু করে আহবান জানাচ্ছে দাঁড়িয়ে থাকা একাধিক ভূমিরূপ।সবকটি ভূমিরূপ দেখতে আলাদা আলাদা। কিছু দেখতে পাবেন ছোট ছোট পাহাড়ের মতো, কিছু আবার সুন্দর রাজবাড়ির খিলানের মতো। কিছু ভূমিরূপ নানা পশুর অবয়ব এর মতো। ছোট্ট বাচ্চাদের কাছে এই ভূমিরূপ গুলি যেমন বেশ আকর্ষণীয় ঠিক তেমনই ভূগোল প্রেমীদের কাছে শিক্ষামূলক ও বটে। বাংলার বুকে অবস্থিত এই গ্র্যান্ড ক্যানিয়ন এর নাম হল গনগনি।

প্রকৃতি নিজ হাতে যেন ঢেলে সাজিয়েছে বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিকে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা মুগ্ধ করবে যে কাউকে। এটি মেদিনীপুর শহর থেকে খানিক দূরে সবুজে ঘেরা গড়বেতা। গড়বেতা টাউনের পাশ দিয়েই বয়ে যাচ্ছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের চাদরে মোড়া এই গড়বেতার গনগনি। বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে।

কোনো জায়গায় উঁচু উঁচু টিলা আবার কোনো জায়গায় বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ।পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বাঁধানো সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায় ভূমিরূপ এর একবারে কাছে। বলাই বাহুল্য চারিদিকে অপরূপ ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন এর কথা মনে করিয়ে দেয়। তার ক্ষুদ্র সংস্করণ হিসেবে যেন দাঁড়িয়ে আছে এই ভূমিরূপ। তাই এই গরমের ছুটিতে কিন্তু কোনভাবেই মিস করা যাবে না অপূর্ব এই স্থাপত্যের সৌন্দর্য।