Summer: খেলা শুরু মার্চেই! জানজীবন জ্বলিয়ে দেবে গরম, এখন থেকেই তৈরি থাকুন

Summer will start with scorching heat from March this year: দেখতে দেখতে নতুন বছরের তৃতীয় মাস চলে এলো। শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্ম কে আহবান করার সময় চলে এসেছে। বসন্তকালে যে অল্প শীত আর অল্প গরমের মনোরম আবহাওয়া থাকার কথা সেসব এখন অতীত। গরম এখনই তার খেলা দেখানো শুরু করে দিয়েছে। মার্চ থেকেই গ্রীষ্মের (Summer) দাবদহের আগাম আঁচ পেতে শুরু করেছে রাজ্যবাসী।

এই মার্চ মাসেই তাপমাত্রা ক্রমশ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর। যা স্বাভাবিক এর থেকে অনেকটাই বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শীতকালের সুখের দিন শেষ। এবার গ্রীষ্মকালের (Summer) দাবদাহ সহ্য করার পালা। আবহাওয়া বিদদের মতে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে। মার্চ মাসের শুরু থেকেই ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে।

গবেষণায় জানা গেছে, ১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই বছর ফেব্রুয়ারি মাসের রাতের তাপমাত্রা সব থেকে বেশি ছিল সাড়ে ১৪.৬১ ডিগ্রি সেলসিয়াস। এই বছরের গ্রীষ্মকালের (Summer) সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি অবধি গরম কাল (Summer) থাকে। কিন্তু বর্তমানে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে।

আরও পড়ুন 👉 Weather Update South Bengal: দক্ষিণবঙ্গে দুর্যোগের খাড়া, ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, ভিজবে ১৫ জেলা

মার্চ মাস থেকে বা বলা ভালো ফেব্রুয়ারির শেষ থেকেই গরম পরা শুরু হয়ে যায়। এপ্রিল মাসের দিকে তা দাবদাহের রূপ নেয়। যতদিন যাচ্ছে তত যেন গ্রীষ্মকালের স্থায়িত্ব বেড়েই চলেছে। সাথে বাড়ছে তাপমাত্রা।এই তাপমাত্রার সাথে মোকাবিলা করতে গিয়ে সাধারন মানুষ নাজেহাল হয়ে পড়ছে। গ্রীষ্মকালে (Summer) সবথেকে বেশি ও সবথেকে কম উভয় তাপমাত্রার হার অন্যান্য বারের তুলনায় এই বছর বেশি থাকবে বলে আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর।

তবে এই বছর কিছু বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রেও এই মার্চ মাসে স্বাভাবিকের তুলনায় একটু বেশিই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তবে উত্তর পশ্চিম, উত্তর পূর্ব ও মধ্য ভারতের তাপমাত্রা এতটা বেশি নাও হতে পারে। সে ক্ষেত্রে কোন এলাকায় স্বাভাবিক তাপমাত্রা অথবা কোন এলাকায় স্বাভাবিকের থেকে সামান্য কম তাপমাত্রাও থাকতে পারে। তাহলে গ্রীষ্মের (Summer) অসহ্যকর দাবদাহ সহ্য করার জন্য মানসিক প্রস্তুতি এখন থেকেই নিয়ে ফেলা ভালো সাধারণ মানুষের জন্য।